মূল অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি জানিয়ে সালানপুর থানায় আহত পরিবারের সদস্যরা
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-তিন দিন হয়ে গেলেও এখন পর্যন্ত ধরা পড়েনি মূল অভিযুক্ত সাগর কর্মকার।তাই শনিবার সকালে পরিবারের সদস্যরা ও স্থানীয়রা এসে সালানপুর থানার পুলিশের কাছে দাবি জানান যে মূল অপরাধী সাগর কর্মকার গ্রেপ্তার করতে হবে।ঘটনা প্রসঙ্গে জানা যায় যে বুধবার দিন সালানপুর থানার অন্তর্গত সবনপুর গ্রামে জলের পাইপ লাইনকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে গন্ডগোল বাধে।জানা যায় যে ধরলো অস্ত্র দিয়ে সুবল চন্দ্র ঘোষকে আঘাত করেন সাগর কর্মকার নামক এক ব্যাক্তি।ঘটনার পর থেকেই সাগর কর্মকার পলাতক।আহত অবস্থায় জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সুবল চন্দ্র ঘোষ।আতঙ্কে দিন কাটাচ্ছে পরিবার সদস্যরা এবং স্থানীয়রা।
এই ঘটনা প্রসঙ্গে সুবল চন্দ্র বাবুর ছেলে রাজকুমার ঘোষ জানান আতঙ্কে দিন কাটাচ্ছে পুরো পরিবারের।তিন দিন পার হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত মূল অভিযুক্ত গ্রেপ্তার হয়নি।তাই আজ স্থানীয়দের সঙ্গে নিয়ে থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত হাটির কাছে আবেদন জানালাম এবং বললাম দ্রুত ওই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে কড়া শাস্তি দেওয়া হোক।তা নাহলে বড় আন্দোলন করতে বাধ্য হবো।তিনি আরো বলেন যে পুলিশ আধিকারিক অমিত হাটি তাদের আশ্বাস দিয়েছেন দ্রুত আসামিকে গ্রেপ্তার করা হবে।