পশ্চিম বর্ধমানের সাথে বাঁকুড়া-পুরুলিয়া কে যুক্ত করতে দামোদরের উপরে সেতু নির্মাণের জন্য ২০৪ কোটি টাকার পরিকল্পনা
বেঙ্গল মিরর, দেব ভট্টাচার্য, আসানসোল। পশ্চিম বর্ধমান ,বাঁকুড়া এবং পুরুলিয়া জেলাকে জুড়ে দেওয়ার জন্য দামোদর নদীর ওপরে স্থায়ী সেতু নির্মাণের দাবিতে বাম আমল থেকেই স্থানীয় মানুষজন বিভিন্ন জায়গায় আবেদন করে এসেছে। এই প্রথম সেই আবেদনে সাড়া দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার। শুক্রবার মন্ত্রী মলয় ঘটকের নির্দেশে কলকাতা থেকে আসানসোলে জেলাশাসক, পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার, অতিরিক্ত জেলা শাসক ও কলকাতার পূর্ত দপ্তরের আধিকারিকদের নিয়ে এক উচ্চ পর্যায়ে বৈঠক করলেন। এই বৈঠকে প্রস্তাব নেওয়া হয়েছে ২০৪ কোটি খরচে দামোদর নদীর উপর কামাঝরিয়ার কাছ থেকে একটি সেতু নির্মাণ করা হবে ।
এর ফলে পশ্চিম বর্ধমানের সাথেই বাঁকুড়া এবং পুরুলিয়ার দূরত্ব অনেক কমবে এবং হাজার হাজার সাধারণ মানুষ, কৃষি ও শিল্পের মজুর, শ্রমিকরা উপকৃত হবেন। ব্যবসার ব্যাপক সম্প্রসারণ হবে। উল্লেখ্য ১৫ বছর আগে কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ান ৫০ কোটি টাকা এই সেতু করবেন বলে শিলান্যাস করেছিলেন। কিন্তু কাজ শুরুই হয়নি। কিছুদিন আগেই মন্ত্রী মলয় ঘটকের উদ্যোগে দামোদর সেতুর জন্য সমীক্ষা হয় বলে ভুক্তভোগীরা জানান।এই ঘোষণায় তারা খুশি।