Bengal Mirror

Think Positive

Bengal Mirror
West Bengal

পাটুলী বিসর্জন ঘাটে প্রতি বৃহস্পতিবার গঙ্গা আরতি হবে

বেঙ্গল মিরর, কোলকাতা : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং ১১০নং ওয়ার্ডের পৌরপ্রতিনিধি শিক্ষক স্বরাজ কুমার মন্ডল মহাশয়ের উদ্যোগে পাটুলী বিসর্জন ঘাটে গঙ্গা আরতির সূচনা হল। এখানেপ্রতি বৃহস্পতিবার গঙ্গা আরতি করা হবে।

আজ এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দেবব্রত মজুমদার, ১১ নং বোরো চেয়ারম্যান তারকেস্বর চক্রবর্তী এবং ১১০নং ওয়ার্ডের পৌরপ্রতিনিধি শিক্ষক স্বরাজ কুমার মন্ডল মহাশয় এবং অঞ্চলের আরও বিশিষ্ট ব্যাক্তিজনেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *