ASANSOL

আসানসোলের ১২ জন প্রতিযোগী সুইমিংয়ে চ্যাম্পিয়নশিপে সার্টিফিকেট পেল

বেঙ্গল মিরর, আসানসোল: আসানসোলের 21 জন প্রতিযোগী বর্ধমান জেলা অ্যামেচার সুইমিং অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজিত বর্ধমান এজ গ্রুপ সাঁতার চ্যাম্পিয়নশিপ 2022-এ অংশ নিয়েছিল। এর মধ্যে ১২ জন অংশগ্রহণকারী সার্টিফিকেট অর্জন করেছেন। এতে সপ্তর্ষি দা, ইপ্সা সেনগুপ্তা প্রথম স্থান অধিকার করেন। অদ্রিজা হাজরা, দেবকান্তি সরকার, অনিক ধর, শ্রীময় সামন্ত, অদ্বৈত ডোকানিয়া দ্বিতীয় এবং শৌনক কুন্ডু, অনুভব চক্রবর্তী, কৌস্তভ চক্রবর্তী, সৃজন সামন্ত, শরণ্যা সেনগুপ্ত তৃতীয় স্থান অর্জন করেছেন। দলের সঙ্গে ছিলেন মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের রাজীব মণ্ডল, কোচ শেখ আবদুল, লিপিকা মাজি প্রমুখ।

Leave a Reply