শিল্পাঞ্চলে সাড়ম্বরের সঙ্গে পালিত বিদ্রোহী কবির ১২৩ তম জন্মদিন, জন্মভিটে চুরুলিয়ায় শুরু তিনদিনের নজরুল মেলা
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ ( Nazrul Jayanti In Asansol ) পশ্চিম বর্ধমান জেলার আসানসোল শিল্পাঞ্চল জুড়ে বৃহস্পতিবার সাড়ম্বরের সঙ্গে পালিত হলো বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের ১২৩ তম জন্মদিন পালন।
এদিন সকালে জেলা প্রশাসনের তরফে আসানসোলের কথা হলে পশ্চিম বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর ও খনি অঞ্চল তথ্য কেন্দ্রের উদ্যোগে নজরুল জন্মজয়ন্তী পালনের একটি অনুষ্ঠান হয়। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করার পাশাপাশি কবির প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। কবিকে শ্রদ্ধা জানাতে সঙ্গীত পরিবেশন হয়।




অন্যদিকে, আসানসোলের জিটি রোডের পুরনো রামকৃষ্ণ মিশন মোড়ে কবি মূর্তির সামনে আসানসোল পুরনিগমের উদ্যোগে কবির জন্মদিন পালনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কবি মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়, দুই ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও ওয়াসিমুল হক, চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, সোনালি কাজি সহ অন্যান্যরা। মেয়র বিধান উপাধ্যায় বলেন, কবির জন্মদিন উপলক্ষে আসানসোল রবীন্দ্র ভবনে পুরনিগমের উদ্যোগে বৃহস্পতিবার ও শুক্রবার সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে।

এদিকে, এদিন সকালে কবির জন্মভিটে আসানসোলের জামুড়িয়ার চুরুলিয়ায় তার ১২৩ তম জন্মদিন পালনের অনুষ্ঠানের সূচনা হয় প্রভাতফেরির মধ্যে দিয়ে। এরপর কবির মূর্তি ও সমাধিসৌধে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এদিন একইসঙ্গে চুরুলিয়ায় শুরু হলো ৪২ তম নজরুল মেলা ২০২২। করোনার জন্য গত দুবছর নজরুল মেলা আয়োজন করা সম্ভব হয়নি। এই প্রথম চুরুলিয়ায় নজরুল মেলার আয়োজন করেছে আসানসোলের কাজি নজরুল বিশ্ববিদ্যালয়।
করোনার আগে পর্যন্ত এই চুরুলিয়ায় সাতদিনের নজরুল মেলা আয়োজন করতো নজরুল একাডেমি। কিন্তু কবির পরিবারের সদস্যরা নজরুল একাডেমি সহ কবির সবকিছুই কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের হাতে তুলে দিয়েছে। তবে এই বছর সাতদিনের পরিবর্তে তিনদিনের মেলা হওয়ায় বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। কেন এত বছরের রীতি ও ঐতিহ্য ভেঙে সাতদিনের পরিবর্তে তিনদিনের মেলার আয়োজন, তা নিয়ে বিশ্ববিদ্যালয়ের তরফে কিছু বলা হয় নি। তিনদিনের মেলার পাশাপাশি প্রমীলা মঞ্চে হবে আলোচনা সভা, কবিতা পাঠ সহ নানা অনুষ্ঠান।