BARABANI-SALANPUR-CHITTARANJAN

মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির পুত্র

বেঙ্গল মিরর, কাজল মিত্র :ফের পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের ।ঘটনাটি ঘটে বুধবার সালানপুর থানা এলাকায় চিত্তরঞ্জন আসানসোল প্রধান রাস্তার রামডি এলাকায়।মর্মান্তিক দুর্ঘটনায় যে যুবক প্রাণ হারালেন সে আর কেউ নয় সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পশ্চিম বর্ধমান জেলা পরিষদের অন্যতম সদস্য মহম্মদ আরমানের কনিষ্ঠ পুত্র মহঃ শাহনওয়াজ।ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।
ঘটনার পর সালানপুর পুলিশ এসে ওই মৃত যুবককে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়।


ঘটনার সম্পর্কে জানাজায় বুধবার সন্ধ্যে ৬ টা নাগাদ আসানসোল থেকে রূপনারায়নপুরের দিকে ফেরার পথে চিত্তরঞ্জন আসানসোল প্রধান রাস্তার দেন্দুয়ার পরে রামডি মোড়ে শাহনওয়াজ এর বাইক দুর্ঘটনার শিকার হয় ।বাইকের
নম্বর ডব্লু বি ৩৮ এভি ২৭৮০।
এবং রাস্তায় পড়ে থাকে যার ফলে তার মাথায় গুরুতর চোট লাগে বলে জানাজায়
এবং মাথা থেকে প্রচুর রক্ত বের হতে থাকে । কিছুক্ষণের মধ্যেই পথ চলতি মানুষজন তাকে পড়ে থাকতে দেখে।

সালানপুর পুলিশকে খবর দিলে জেমারির দিক থেকে আসা পেট্রলিং ভ্যান দুর্ঘটনাগ্রস্ত যুবককে অ্যাম্বুলেন্সে চাপিয়ে আসানসোল হাসপাতালে নিয়ে যায়।তবে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু ঘটে। ঘটনার খবর যুবকের পরিবারকে দেওয়া হলে ঘটনাস্থলে পরিবার এর লোকজন এসে পৌঁছান ।তবে ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে ।


তবে মর্মান্তিক এই ঘটনার সংবাদ পাওয়া মাত্রই বহু মানুষ হাসপাতালে ছুটে যান।
ছুটে আসেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের সভাপতি নরেন চক্রবর্তী , রানীগঞ্জের বিধায়ক তথা এডিডি এ চেয়ারম্যান তাপস ব্যানার্জি ,
ও তৃণমূলের যুব নেতা মুকুল উপাধ্যয় ,সমাজ সেবী ভোলা সিং সহ আরো অনেকে।
তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তা নিযে় ম্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে সম্ভবত কোন চার চাকা গাডি়র সাথে শাহনওয়াজের বাইকের সংঘর্ষ হযে়ছে বলে অনুমান।পুলিশ সমস্ত দিক খতিযে় দেখছে বলে জানা গেছে।

Leave a Reply