ASANSOLKULTI-BARAKAR

বরাকর নদীতে দূর্ঘটনা, জলে ডুবে মৃত্যু কিশোরের

বেঙ্গল মিরর,কাজল মিত্র/ রাজা বন্দ্যোপাধ্যায়, আসানসোল, ২৭ মেঃ ( Asansol Barakar News Today ) স্নান করতে নেমে বরাকর নদীতে জলে ডুবে মৃত্যু হলো এক কিশোরের। শুক্রবার দুপুরের পরে ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার বরাকরের লখিয়াবাঁধ ঘাটের কাছে। কুলটি থানার বরাকরের পাতিয়ানা মহল্লার বাসিন্দা মৃত কিশোরের নাম সাজিদ আলি (১৫)। শনিবার সকালে আসানসোল জেলা হাসপাতালে কিশোরের মৃতদেহর ময়নাতদন্ত করা হবে।


পুলিশ সূত্রে জানা গেছে, এদিন দুপুরের পরে পাতিয়ানা মহল্লার বাসিন্দা সাজিদ আলি বরাকর নদীতে স্নান করতে যায়। বরাকর নদীর লখিয়াবাঁধ ঘাটে স্নান করতে নামার পরে সে ডুবে যায়। তা দেখে আশপাশের লোকেরা দৌড়ে আসেন। খবর পেয়ে আসে বরাকর ফাঁড়ির পুলিশ ও পরিবারের সদস্যরা। বেশ কিছুক্ষুনের চেষ্টায় সন্ধ্যার আগে জল থেকে নিথর সাজিদকে উদ্ধার করা হয়। তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এদিকে এই ঘটনায় কিশোরের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Leave a Reply