আসানসোল সাউথ পুলিশ ৮ ঘন্টার মধ্যে চুরি হয়ে যাওয়া গাড়িটি উদ্ধার করল
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় / সৌরদীপ্ত সেনগুপ্ত: আসানসোল পুলিশ ৮ ঘন্টার মধ্যে চুরি হয়ে যাওয়া গাড়িটি উদ্ধার করল। আসানসোল দক্ষিণ থানার কাছে সুরজ সাও-এর চুরি যাওয়া গাড়িটি ৮ ঘন্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। দক্ষিণ থানা সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, দুর্গাপুরে একটি জায়গায় গাড়িটি বেওয়ারিশ অবস্থায় পাওয়া যায়।




উল্লেখ্য যে আসানসোলের রেলপাড় এলাকার আর কে ডাঙ্গালের বাসিন্দা চালক নন্দ কিশোর প্রসাদের গাড়ি সোমবার ঝাড়খণ্ডের ধানবাদের কাছে দুষ্কৃতীরা ছিনতাই করে। মঙ্গলবার গাড়িচালক নন্দ কিশোর প্রসাদ ওরফে নন্দজি প্রায় অজ্ঞান হয়ে কোনওরকমে বাড়িতে পৌঁছন। এরপর পরিবারের সদস্যরা এবং অন্যান্য চালক আসানসোল দক্ষিণ থানায় ঘটনাটি জানাতে পৌঁছান। যে গাড়ি নিয়ে তিনি থানায় অভিযোগ করতে এসেছিলেন তারা সেটিও চুরি হয়ে যায়, থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে। এই গাড়িটি ছিল সুরজ সাও এর। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত নামে। এরই মাঝে দুর্গাপুর থেকে উদ্ধার হয় গাড়িটি।