বরাকরে সাব-ট্রাফিক গার্ড অফিসের উদ্বোধন করলেন পুলিশ কমিশনার
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-নতুন করে বরাকারে অবস্থিত লক্ষিয়াবাদের কাছে ফিতা কেটে সাব-ট্রাফিক গার্ড অফিসের উদ্বোধন করলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুধীর কুমার নীলকান্তম।এদিন তিনি বলেন বরাকর একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান এখানে ব্যবসায়ীরা আসা-যাওয়া করতেই থাকে । তিনি বলেন যে বরাকর ঝাড়খণ্ড সীমান্ত সংলগ্ন হবার কারনে এই এলাকা থেকে বহু অপরাধী অপরাধ করার পরে ঝাড়খণ্ড দিকে চলে যায়।




এখন আর বরাকরে জাম থাকবে না, তিনি আরো বলেন, গাড়ি চালানোর সময় বেল্ট ও হেলমেট পরে গাড়ি চালানোর সময় অবশ্যই মোবাইলে কথা বলা যাবে না, মদ্যপান করবেন না এবং ট্রাফিক নিয়ম মেনে যানবাহন চালাবেন।এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা। তাদের সকলকে ফুলের তোড়া দিয়ে সম্মানিত করেন।এ সময় উপস্থিত ছিলেন বরাকর চেম্বার অব কমার্সের সভাপতি শিব কুমার অগ্রবাল।
ডিসি ট্রাফিক আনন্দ রাই, ডিসিপি পশ্চিম অভিষেক মোদী, ডিসি সেন্ট্রাল ড. এসএস কুলদীপ ডিসিপি হেড কোয়ার্টার অংশু মান সাহা, এসিপি কুলটি সুকান্ত ব্যানার্জী কুলটি থানা প্রভারি কৃষ্ণেন্দু দত্ত, আসানসোল উত্তর ট্রাফিক সুপারভাইজার শুভেন্দু চ্যাটার্জি, কুলটি ট্রাফিক সুপারভাইজার ইমতাজুল হক বরাকর সাব ট্রাফিক ইনচার্জ চিরঞ্জীব গুহ, হীরাপুর ট্রাফিক সুপারভাইজার আসানসোল দক্ষিণ ট্রাফিক আসানসোল সাব ট্রাফিক আসানসোল সাব ট্রাফিক সুপারভাইজার সহ কুলটি ও নিয়ামতপুর ফাঁড়ির প্রভারী।