Madhyamik Topper : রানীগঞ্জের অনন্যার সফলতায় উচ্ছ্বসিত শিল্পাঞ্চল
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ: রানীগঞ্জের গির্জা পাড়া রহমত নগরের বাসিন্দা মাধ্যমিক পরীক্ষার্থী অনন্যা দাশ গুপ্ত এবার পশ্চিমবঙ্গে তৃতীয় স্থান দখল করলো মাধ্যমিকে। তার প্রাপ্ত নাম্বার 691, যেখানে সে প্রথম ভাষার প্রথম পত্রে পেয়েছেন 99, ইংরেজিতে প্রাপ্ত নাম্বার 96 অংকে 100 এ 100, পদার্থবিদ্যায় 98, জীবন বিজ্ঞানে একশোই একশ ইতিহাসে 98 ও ভূগোল লেও একশোই একশ পেয়ে খনি অঞ্চলের মুখ উজ্জ্বল করল ওই ছাত্রী। মৃদুভাষী ওই ছাত্রী আসানসোল উমারানি গড়াই মহিলা কল্যাণ গার্লস হাইস্কুলের তার পড়াশোনা চালিয়ে যাচ্ছে।
শিক্ষক বলতে মাত্র দুই জনই পার্শ্বশিক্ষক ছিল তার, এর পাশাপাশি বাবা অংকের প্রশিক্ষণ দিতেন ছাত্রীকে। জানা গেছে মেয়েটির বাবা পেপার মিল স্কুলের হেড টিচার সুব্রত দাসগুপ্ত দীর্ঘদিন ধরেই শিক্ষকতা সঙ্গে যুক্ত। দীর্ঘ এই করোনা মহামারীর সময় পার করে এরূপ রেজাল্ট হবে বলে ভাবতেই পারেনি ওই ছাত্রী বলেই জানিয়েছেন অনন্যা নিজের বক্তব্য। তার কথায় দীর্ঘ অধ্যাবসায় লাগাতার পড়াশুনা করার জন্যই তার এই আশানুরূপ ফল তিনি পেয়েছেন বলেই জানিয়েছেন তিনি। বাড়ির মেয়ের এই অভাবনীয় সফলতায় খুশি পরিবারের প্রতিটি সদস্য, মিষ্টিমুখ করে একে অপরকে মিষ্টি খাইয়ে তারা এই সফলতায় উচ্ছ্বসিত হলেন এদিন।