আসানসোল ডিভিশনে সর্বকালীন রেকর্ড, টিকিট পরীক্ষা থেকে মে মাসে আয় ৩.৬৬ কোটি টাকা
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ৩ জুনঃ পূর্ব রেলের আসানসোল ডিভিশন ২০২২ সালের মে মাসে টিকিট পরীক্ষায় আয়ের ক্ষেত্রে সর্বকালীন রেকর্ড সৃষ্টি করলো। মে মাসে ৩.৬৬ কোটি টাকা আয় করে এই নতুন রেকর্ড তৈরি করেছে বলে বৃহস্পতিবার পূর্ব রেলের আসানসোল ডিভিশনের জনসংযোগ আধিকারিকের দপ্তর থেকে জানা গেছে। এই আয় এখন পর্যন্ত যে কোন বছরের যে কোন মাসের সবচেয়ে বড় আয়। এর আগের সর্বোচ্চ আয় ছিল ২.৭৫ কোটি টাকা। যা হয়েছিলো চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ।
উল্লেখ্য, ২০২২ সালের মে মাসে আসানসোল ডিভিশনের ট্রাভেলিং টিকিট পরীক্ষকদের ( টিটিই) মাথাপিছু গড়ে মাথাপিছু আয় ছিল ১২,৪৮৫.৪৬ টাকা। একইভাবে, মে মাসে ডিভিশনের টিকিট পরীক্ষকদের (টিই) মাথাপিছু গড় আয় হয়েছে ৩৭৫৪.৩৭ টাকা। যা আগের যেকোন মাসের ও যেকোন বলে জানা গেছে ।
এছাড়াও আসানসোল ডিভিশন ১ জুন টিকিট পরীক্ষা থেকে ২৮ লক্ষ টাকা আয় করেছে। এটিও একটি নতুন রেকর্ড তৈরি করেছে। আগে একদিনে সর্বোচ্চ আয় ২৩.৫৯ লক্ষ টাকা।
আসানসোল ডিভিশনের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার শ্রী শান্তনু চক্রবর্তীর নেতৃত্বে টিকিট পরীক্ষকদের আন্তরিক ও পরিশ্রমী কর্মকাণ্ডের পাশাপাশি সুপারভাইজার ও অফিসারদের নির্দেশেই এই সাফল্য সম্ভব হয়েছে বলে ডিভিশনের আধিকারিকদের মত। এই সাফল্য টিকিট পরীক্ষকদের আগামী দিনে আরও রেকর্ড অর্জন করতে অনুপ্রাণিত করবে বলে তারা মনে করেন।