RANIGANJ-JAMURIA

এটিএম উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি আসানসোল, ৪ জুনঃএবার সমগ্র এটিএম মেশিন উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা বিফল করল বিজপুর এলাকার নাইট গার্ডের দায়িত্বে থাকা 2 নিরাপত্তারক্ষী। ইন্ডিয়া ওয়ান এটিএম নামের ওই এটিএম টিতে রাত্রি প্রায় আড়াইটা নাগাদ তিন-চার সদস্যের দুষ্কৃতী দল এক সাদা বুলেরো গাড়ি নিয়ে এটিএম টিকেই উপড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি স্থানীয় এলাকার 2 নিরাপত্তারক্ষী যারা রাত্রে ওই অংশে পাহারা দেয় তারা লক্ষ্য করেই গাড়ির পেছনে ধাওয়া করলে চম্পট দেয় ওই দুষ্কৃতী দল।

এই ঘটনার খবর পাওয়ার পরপরই জামুরিয়া থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে এসে সমস্ত বিষয় খতিয়ে দেখে। পরে শনিবার সকালে পুলিশের উচ্চ আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছে সার্বিক বিষয়ে তদন্ত শুরু করে। কে বা কারা কি উদ্দেশ্যে এ ধরনের ঘটনা ঘটাতে চায় ছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। জনবহুল স্থানে এভাবে এটিএম লুট করার বিষয়টি লক্ষ্য করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়

Leave a Reply