ASANSOLRANIGANJ-JAMURIA

জামুড়িয়ায় ৪৮ লক্ষ টাকা দিয়ে রাস্তার সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ৪ জুনঃ আসানসোলের জামুড়িয়া বিধানসভার আসানসোল পুরনিগমের ১২ নং ওয়ার্ডে কালিপাহাড়ির গোবিন্দ নগরে রাস্তা সংস্কার ও মেরামত কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের এক অনুষ্ঠান হয় শনিবার । আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার আর্থিক অনুকূল্যে ৪৮ লক্ষ ৫৩ হাজার টাকা ব্যয়ে ২.৫ কিমি ব্ল্যাক টপ রাস্তার সংস্কার ও মেরামতের কাজ হবে।

ভিত্তিপ্রস্তরের এই অনুষ্ঠানে রানিগঞ্জ বিধানসভার বিধায়ক তথা আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়, জামুড়িয়া বিধানসভার বিধায়ক হরেরাম সিং, আসানসোল পুরনিগমের মেয়র তথা বারাবনি বিধানসভার বিধায়ক বিধান উপাধ্যায় উপস্থিত ছিলেন।

Leave a Reply