ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

সালানপুর ব্লকের জিতপুর উত্তরামপুর পঞ্চায়েত ও কল্যা পঞ্চায়েতের এলাকায় একগুচ্ছ সরকারি প্রকল্পের শিল্যান্যাস ও উদ্বোধন

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-রবিবার সালানপুর ব্লকের জিতপুর উত্তরামপুর পঞ্চায়েত ও কল্যা পঞ্চায়েতের এলাকায় একগুচ্ছ সরকারি প্রকল্পের শিল্যান্যাস সহ উদ্বোধন করা হল ।এদিন এইসকল প্রকল্প গুলির ফিতে কেটে শিল্যান্যাস করেন বারাবনির বিধায়ক তথা আসানসোল এর মেয়র বিধান উপাধ্যায় ( Mayor Bidhan Upadhyay) সাথে চিলওন ছিলেন জেলা পরিষদের কর্মধ্যক্ষ মহম্মদ আরমান, পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী ঘাসি , সহসভাপতি বিদ্যুৎ মিশ্র, জিৎপুর পঞ্চায়েতের প্রধান তাপস চৌধুরী, উপপ্রধান বন্দনা মন্ডল,সালানপুর ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক ভোলা সিং ,কিলাখাদান শ্রমিক মজদুর নেতা দীনেশ লাল শ্রীবাস্তব,সালানপুর ব্লক মহিলা নেত্রী অপর্ণা রায় সহ অন্যরা ,

এদিন কল্যা পঞ্চায়েতের ডাবর আদিবাসী পাড়ায় একটি জলের সাবমার্সেল এর উদ্বোধন করে সেখান থেকে পাহাড়পুর গ্রামের ডাঙ্গালপাড়া তেও একটি সাবমার্সেল উদ্বোধন করেন এছাড়া কুন্ডলপাড়া, নামকেশিয়া,জিৎপুর বনপাড়া,ও নেতাজি কলোনির বাউড়ি পাড়াতেও এই সাবমার্সেল এর উদ্বোধন করা হয় ।একই সাথে সালানপুর ব্লকের অন্তর্গত তিনটি পঞ্চায়েতের অধীনে থাকা কল্যা ধারাসপুর বাউরি পাড়া ,আছড়া পঞ্চায়েতের কুন্ডলপাড়া গ্রামের ঢালাই রাস্তার শিল্যান্যাস করলেন
আসানসোল মেয়র তথা বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *