ASANSOLPANDESWAR-ANDAL

কয়লা চুরিতে বাধা, সিআইএসএফ ও পুলিশের উপর হামলা, গাড়ি ভাঙচুর করল কয়লা চোরেরা

বেঙ্গল মিরর, সন্দীপ চক্রবর্তী,পাণ্ডবেশ্বর ৭জুনঃ-কয়লা চুরি বাধা দিতে গিয়ে সিআইএসএফ এর গাড়ি ভাঙচুর করে এলাকার কয়লা চোরেরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশের উপরেও হামলা চালায় বলে অভিযোগ।

ঘটনাটি ঘটেছে গতকাল রাত ১১টা নাগাদ পাণ্ডবেশ্বর থানার সোনপুর বাজারির সিএসপি সাইড এলাকায়।সুত্রে জানা গিয়েছে সোনপুর বাজারির সিএসপি ওয়াগেন থেকে কয়লা চুরির খবর পেয়ে সিআইএসএফ ঘটনাস্থলে গেলে তাদের উপর চড়াও হয় কয়লা চোরেরা। ভাঙচুর চালায় সিআইএসএফ ও পুলিশের গাড়িতে।

কয়লা চোরেদের হামলায় এক সিআইএসএফ কর্মী আহত হন। তাকে ছোড়া হাসপাতলে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করার পর ইসিএলের কাল্লা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।ঘটনার খবর পেয়ে ছুটে আসে পাণ্ডবেশ্বর থানার পুলিশ তাদের উপর হামলা চালায় কয়লা চোরেরা বলে অভিযোগ।পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়।

Leave a Reply