ASANSOL-BURNPURRANIGANJ-JAMURIA

রানীগঞ্জে পঞ্চায়েতের কর্মীর পথ দুর্ঘটনায় মৃত্যু, বার্নপুরের বাসিন্দা ছিলেন

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : ( Asansol News Live Today ) রানীগঞ্জের আমড়াসোতা গ্রাম পঞ্চায়েতের এক কর্মী মঙ্গলবার দুই নম্বর জাতীয় সড়কে গাড়ি স্কির্ট করে পথ দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনা প্রসঙ্গে জানা যায় এ দিন ওই পঞ্চায়েত কর্মী নবঘন্টি থেকে নিজের দু চাকার স্কুটিতে করে বাঁশড়া মোড় সংলগ্ন 2 নম্বর জাতীয় সড়ক ধরে অভেরব্রিজ হয়ে বাঁশড়া মোড়ের কাছে এসে পৌঁছলে তার গাড়িটি রাস্তার ধারে থাকা ধুলোবালিতে স্কির্ট করে আছেরে পড়েন এই ঘটনার খবর স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে দিলে, পুলিশ ও স্থানীয় এলাকার বাসিন্দারা ওই ব্যক্তিকে তড়িঘড়ি উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।

জানা গেছে বছর 53 ওই ব্যক্তি বিকাশ দে হিরাপুর থানার বার্নপুরের নবঘন্টি এলাকার বাসিন্দা ছিলেন তিনি দীর্ঘদিন ধরেই পঞ্চায়েত দপ্তরের কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে পথদুর্ঘটনায় তার মৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে আসে রানীগঞ্জের বাঁশড়া এলাকার আমড়াসোতা গ্রাম পঞ্চায়েতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *