আসানসোল স্টেশনের ঘটনা, ট্রেনে উঠতে গিয়ে পড়ে মৃত্যু যাত্রীর
বেঙ্গল মিরর,দেব ভট্টাচার্য ও রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ৮ জুনঃ পরিবারের জন্য জিনিস কিনে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পড়ে মৃত্যু হলো এক যাত্রীর। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে পূর্ব রেলের আসানসোল ডিভিশনের আসানসোল স্টেশনে। বিহারের গয়া জেলার রফিগঞ্জের বাসিন্দা মৃত যাত্রীর নাম মনসুর আলম ( ৪০)। রেল সূত্রে জানা গেছে, মনসুর আলম এদিন বিহারের গয়া থেকে পরিবারের সদস্যদের নিয়ে ট্রেনে হাওড়া যাচ্ছিলেন। দুপুরে আসানসোল স্টেশনে সেই ট্রেন থামলে তিনি প্ল্যাটফর্মে পরিবারের সদস্যদের জন্য জিনিস কিনতে নামেন। জিনিস কিনে ফিরে আসতে আসতে ট্রেন ছেড়ে দেয়। তখন সেই চলন্ত ট্রেনে মনসুর আলম চাপতে যান। কিন্তু তিনি বেসামাল হয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে যান ও গুরুতর জখম হন।
খবর পেয়ে আরপিএফ আসে। তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হলে, বিকেলে তার মৃত্যু হয়।
খবর পেয়ে আসানসোলে থাকা ঐ যাত্রীর আত্মীয়রা জেলা হাসপাতালে আসেন। গয়ায় তার বাড়িতে এই ঘটনার কথা জানানো হয়েছে। আরো জানা গেছে, দূর্গাপুর স্টেশনে তার পরিবারের সদস্যদের নামানো হয়।
জানা গেছে, বৃহস্পতিবার যাত্রীর মৃতদেহর ময়নাতদন্ত করা হবে বলে, আসানসোল দক্ষিণ থানার তরফে বাড়ির লোকেদের জানানো হয়েছে।