বাঁশি দিয়ে নয়,বট পাতা দিয়ে বাঁশির সুর তুলে গান শোনান নবকুমার কোঁড়া
বেঙ্গল মিরর,বীরভূম : (Birbhum News ) একটা বট পাতাকে বাঁশির মতো বাজিয়ে অবিকল গানের সুর তোলা, খুবই আশ্চর্যজনক একটি বিষয়। শিল্পী সত্ত্বার এমন প্রকাশ গ্রাম বাংলাতেই সম্ভব। বিরল প্রতিভাসম্পন্ন এই ব্যক্তি বীরভূমের আদি বাসিন্দা। তিনি মুখ দিয়ে বাজাতে পারেন পাতার বাঁশি।শিল্পী নবকুমার কোঁড়া ইনি। বাড়ি বোলপুর থানার বাহিরী পাঁচশোয়া গ্রাম পঞ্চায়েতের পাঁচশোয়া গ্রামে। এখানকার মানুষ নানা রকম শিল্পে নিজেদেরকে সাজিয়ে রেখেছেন। কেউ ভাল নাচেন। তো কেউ ভাল গান করেন। আবার কেউ ভাল বাজনা বাজান।




তবে বট পাতা দিয়ে বাঁশি বাজানো এক বিরল প্রতিভা। এবং গানের সুর তোলা খুব একটা সহজ কথা নয়। আগে গ্রামের লোকেরা এই পাতা বাঁশি বাজাতেন অদ্ভূত কৌশলে। আবারও সেই পুরোনো শিল্পকে উস্কে দিলেন এই শিল্পী। তাঁর প্রতিভার কাছে সত্যিই মাথা নত হয়ে আসে। অথচ চাহিদা বলতে কিছুই নেই এই ভদ্রলোকের। দীর্ঘ ২০- ২৫ বছর ধরে বাজাচ্ছেন এই পাতা দিয়ে বাঁশি