দামোদর নদে তলিয়ে যাওয়া দুই জনের দেহ প্রায় 17 ঘণ্টা পর উদ্ধার
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ: ( Asansol Raniganj News Today ) বৃহস্পতিবার দুপুর তিনটে নাগাদ দামোদর নদে স্নান করতে এসে নিখোঁজ হয় এক কিশোর ও এক যুবক,তারা তলিয়ে যায় দামোদর নদে। পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের নতুন এগরার গ্রামের এই দুই জন বসবাস করতেন। স্থানীয় সূত্রে জানা গেছে দামোদর নদের মথুরা চন্ডী ঘাটে বালির চরে নিজেদের চটি জামা প্যান্ট রেখে স্নান করতে নামে তারা। এরপর নিঁখোজ ঐ দুই জন বছর 15 র শুভ দাস ও বছর একুশের সৌরভ নন্দীর নিখোঁজ হওয়ার খবর চারদিকে ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়।




ঘটনার খবর পাওয়ার পরপরই রানীগঞ্জ থানার পুলিশ মেজিয়া থানার পুলিশ উপস্থিত হয় ঘটনাস্থলে। পরে পুলিশ ও সিভিল ডিফেন্স এর বিশেষ দল নিঁখোজ ঐ দুই জনের মধ্যে শুক্রবার সকালে প্রথমে শুভ দাসের দেহ উদ্ধার করে সিভিল ডিফেন্সের টিম, পরে আবার খোঁজ চালিয়ে সৌরভ নন্দীর দেহ উদ্ধার করে।এদিন সাড়ে আটটা নাগাদ সৌরভ নন্দীর দেহ তারা দামোদর নদের ব্রীজের কাছ থেকে উদ্ধার হয়। এদিন ২জনের দেহ উদ্ধারের পর কান্নায় ফেটে পড়ে এলাকার মানুষজন ও মৃতের পরিজন। মেজিয়া থানার পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তা আসানসোল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।