ASANSOL

রূপনারায়ানপুর আইসি হিসেবে দায়িত্বভার নিলেন রাহুল দেব মন্ডল

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- আগামীকাল আসানসোল দুর্গাপুর কমিশনারেটের চার অফিসার কে বদল করে হয় যার মধ্যে রাহুল দেব মন্ডল হিরাপুর থেকে পোস্টিং হয় রূপনারায়নপুর ফাঁড়িতে.তিনিআজ শুক্রবার বার প্রসেনজিৎ রায় এর কাছ থেকে নিজের দায়িত্বভার নেন রূপনারায়ানপুর আইসি হিসেবে ।অপরদিকে প্রসেনজিৎ রায় হিরাপুর থানায় ওসি হিসেবে নিজের দায়িত্ব  নেন ।রাহুল বাবু এসেই কোভিড নিয়ে এলাকার স্বাস্থ্য কর্মী সহ সমস্ত সামাজিক কর্মকর্তাদের সাথে কথা বলেন এছাড়া এলাকার করোনার পরিস্থিতির কথা মাথায় রেখে সকলকে সচেতন থাকতে অনুরোধ করেন।

Leave a Reply