ASANSOL

সাঁতার চ্যাম্পিয়নশিপ 2022-এ অংশগ্রহণকারীদের সার্টিফিকেট দেওয়া হল

বেঙ্গল মিরর, আসানসোল: আসানসোল স্টেডিয়ামের কাছে আসানসোল মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন দ্বারা পরিচালিত সুইমিং পুল থেকে প্রশিক্ষণ পাওয়ার পর, বর্ধমান জেলা অ্যামেচার সুইমিং অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজিত বর্ধমান বয়স গোষ্ঠী সাঁতার চ্যাম্পিয়নশিপ 2022-এ 12 জন অংশগ্রহণকারী শংসাপত্র পেয়েছে। মোট 21 জন প্রতিযোগী এখানে অংশ নেন। বৃহস্পতিবার মেয়র বিধান উপাধ্যায় ও অন্যান্য অতিথিরা অংশগ্রহণকারীদের সার্টিফিকেট দেন।

এতে সপ্তর্ষি দা, ইপসা সেন গুপ্তা প্রথম স্থান অধিকার করেন। অদ্রিজা হাজরা, দেবকান্তি সরকার, অনিক ধর, শ্রীময় সামন্ত, অদ্বৈত ডোকানিয়া তাদের নিজ নিজ ইভেন্টে দ্বিতীয় এবং শৌনক কুন্ডু, অনুভব চক্রবর্তী, কৌস্তভ চক্রবর্তী, সৃজন সামন্ত, শরণ্যা সেনগুপ্ত তৃতীয় স্থান অর্জন করেছেন। মেয়র বলেন, রাজ্য সরকার খেলাধুলার প্রচারে বিশেষ জোর দিচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার প্রতি বছর হাজার হাজার ক্লাবকে লক্ষ লক্ষ টাকা অনুদান দিচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, ঘোষিত ডেপুটি মেয়র ওয়াসিম-উল হক, সহকারী প্রকৌশলী শুভাশীষ চ্যাটার্জি, পৌর কর্পোরেশনের রাজীব মন্ডল, প্রশিক্ষক শেখ আব্দুল, লিপিকা মাঝি প্রমুখ।

Leave a Reply