RANIGANJ-JAMURIA

এবার রাজু চাচার সহযোগিতায় বাড়ি ফিরল বছর সাতেক এর চঞ্চল

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ এবার রাজু চাচা সহযোগিতায় বাড়ি ফিরল বছর সাতেক এর চঞ্চল। শনিবার রানীগঞ্জের 37 নম্বর ওয়ার্ডের শালডাঙ্গা এলাকার বাসিন্দা খুদে পড়ুয়া প্রাইভেট টিউশন পড়তে গিয়ে হারিয়ে ফেলেন নিজের বাড়ি যাওয়ার পথ। ওই পড়ুয়া 37 নম্বর ওয়ার্ডের যাওয়ার পরিবর্তে স্কুলব্যাগ নিয়ে চঞ্চল ক্যাওড়া, পৌঁছে যায় 60 নম্বর জাতীয় সড়ক ধরে তপসি পঞ্চায়েত এলাকার এক পেট্রলপাম্পে। স্থানীয় এলাকার মানুষজন ইতস্তত ঘোরাফেরা করতে থাকা ওই খুদে পড়ুয়া কে দেখে সন্দেহ হওয়ায় তারা তপসি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজু মুখার্জিকে জানালে তিনি তৎক্ষণাৎ ওই খুদে পড়ুয়াদের দলীয় কার্যালয়ে নিয়ে আসতে বলেন।

পরে স্থানীয় এলাকার যুব সদস্যরা তাকে নিয়ে হাজির হন রাজু মুখার্জির কাছে। এরপর টানা জিজ্ঞাসাবাদের পরই জানা যায় রানীগঞ্জ শিশু বাগান এলাকায় সংলগ্ন 37 নম্বর ওয়ার্ডের শালডাঙ্গা এলাকায় সুজিত ক্যাওড়ার ছেলে সে। এই বিষয়টি জানার পরে তিনি রানীগঞ্জ এলাকার 34 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর জ্যোতি সিং এর সঙ্গে যোগাযোগ করে ওই ছোট্ট পড়ুয়াকে রানীগঞ্জ পাঞ্জাবীমোড় ফাঁড়িতে নিয়ে আসেন, ততক্ষণে অবশ্য ওই খুদে পড়ুয়াদের মা-বাবা ও আত্মীয়-স্বজনের এসে পড়েছেন পাঞ্জাবীমোড় ফাঁড়িতে মুহূর্তেই বাবা মাকে পেয়ে আনন্দ উচ্ছ্বাসে ফেটে পড়েন সকলে। তবে খুদে পড়ুয়া এত বিস্তীর্ণ এলাকা পার করে কিভাবে ওই অংশে পৌঁছলো তা নিয়ে প্রশ্ন তুলেছে সকলে। জানা গেছে ওই খুদে পড়ুয়া তপসি এলাকায় পৌঁছে রাজু কাকুর কাছে সকালের প্রাতরাশ সেরে এক গোছা চকলেট নিয়ে ফিরেছেন মা-বাবার কাছে।

Leave a Reply