ASANSOL

মিত্র সংঘ ক্লাবের পক্ষ থেকে রক্তদান ও চক্ষু পরীক্ষা শিবির

বেঙ্গল মিরর , রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ১২ জুনঃ আসানসোল পুরনিগমের ৪৫ নম্বর ওয়ার্ডের ময়দা কল মোড়ের রবীন্দ্র সরণি এলাকায় রবিবার মিত্র সংঘ ক্লাবের পক্ষ থেকে ক্লাব প্রাঙ্গণে এক রক্তদান শিবির ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল। শিবিরের উদ্বোধন করেন রানিগঞ্জের বিধায়ক তথা আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়। এদিন শিবিরের রক্তদাতাদের সার্টিফিকেট দেওয়া হয়।

তাপস বন্দোপাধ্যায় মিত্র সংঘের সদস্যদের এই রক্তদান ও চক্ষু পরীক্ষা শিবির করার প্রশংসা করে বলেন, গ্রীষ্মের সময় যখন মানুষ রক্তের অভাবে ভুগছে, এমতাবস্থায় রক্তদান শিবিরের আয়োজন খুবই জরুরি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কাউন্সিলর উৎপল সিনহা, ক্লাবের সভাপতি বরুণ গাঙ্গুলি, সম্পাদক সঞ্জিত পাল, শুভ্রনীল মাহতো, অলোক সিনহা, তারাপদ দাস, শান্তনু রাই, সোমেশ্বর মুখোপাধ্যায় , রাজা দেব ও অন্যান্য সদস্যরা। ক্যাম্প থেকে ২০ ইউনিট রক্ত ​​সংগ্রহ করা হয়। একই সঙ্গে ৩০ জনের চোখ পরীক্ষা করা হয়।

Leave a Reply