আসানসোলে কড়া নেড়ে দরজা খুলিয়ে গৃহস্থের বাড়িতে লুটপাটের অভিযোগ, চাঞ্চল্য, তদন্তে পুলিশ
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ১৩ জুনঃ কড়া নেড়ে ঘুম থেকে তুলে দরজা খুলিয়ে এক গৃহস্থর বাড়িতে লুটপাঠ চালানোর অভিযোগ উঠলো। রবিবার রাতে এই দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে আসানসোল দক্ষিণ থানার ঊষাগ্রাম এলাকায়। সোমবার সকালে এই ঘটনার কথা জানাজানি হওয়ার পরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে এলাকায় পুলিশ যায়। বাড়ির মালিক রতন যাদবের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।
জানা গেছে, রবিবার রাতে উষাগ্রাম এলাকার বাসিন্দা রতন যাদব নিজের বাড়িতে শুয়েছিলেন। মধ্যরাতে বাড়ির দরজায় কড়া নেড়ে ডাকে এক যুবক। তাতে রতন বাবুর ঘুম ভেঙে যায়। কড়া নাড়ার আওয়াজ পেয়ে বাড়ির ভেতর থেকে কড়া নাড়ার কারন জিজ্ঞেস করলে দরজার বাইরে দাঁড়িয়ে থাকা যুবক বলে, তার গাড়ির স্টিয়ারিং ফেল হয়ে গেছে। তাই একটু সাহায্যের প্রয়োজন। সেই কথা শুনে রতনবাবু দরজা খোলেন। আর দরজা খুলতেই চার সশস্ত্র দুষ্কৃতি রতন বাবুকে বাড়ির ভেতর ঢুকে পড়ে। তারা দরজা বন্ধ করে দিয়ে অবাধে লুঠপাট চালায় রতনবাবুর ঘরে।
রতনবাবু বলেন, রবিবার মধ্যে রাতে দরজা খোলার পর সশস্ত্র দুষ্কৃতিরা তাকে মারধোর করে আলমারি খুলতে বলে। তিনি তা করলে, দূষ্কৃতিরা আলমারি থেকে লক্ষাধিক টাকা ও সোনার গয়না লুঠ করে নিয়ে চম্পট দেয়। দূষ্কৃতিরা যাওয়ার সময় দরজা বাইরে থেকে বন্ধ করে দেয়। রতন যাদব বলেন, আমার ঘরে ৪ দুষ্কৃতি ঢুকলেও বাইরে একাধিক দুষ্কৃতি দাঁড়িয়েছিল। ঘটনার ধাক্কা কাটিয়ে উঠার পরে সোমবার ভোরে মোবাইল এক আত্মীয়কে সমস্ত ঘটনারকথা জানান। পরে ঐ আত্মীয় প্রতিবেশীদের এনে রতনবাবুর ঘরের দরজা খোলেন। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ আসে।
পুলিশ জানায়, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত শুরু করা হয়েছে।