দূর্গাপুরে ১২ দিন পরে হাসপাতাল থেকে ছুটি পেলেন রেনু খাতুন
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, দূর্গাপুর, ১৩ জুনঃ প্রায় সুস্থ হয়ে যাওয়া রেণু খাতুনকে সোমবার হাসপাতাল থেকে ছুটি দেওয়া হলো। সুস্থ অবস্থায় তিনি নিজের দিদি’র বাড়ি ফিরছেন পূর্ব বর্ধমানে । ১২ দিন পরে তার হাসপাতাল থেকে ছুটি হলো এদিন।
উল্লেখ্য, পূর্ব বর্ধমানের কেতুগ্রামের বাসিন্দা রেনু খাতুনের সাথে প্রায় ৪ বছর আগে প্রেমের সম্পর্কে কেতুগ্রামের কোজলসার বাসিন্দা শের মহম্মদের বিয়ে হয়। রেনু মেধাবী ছাত্রী হওয়ায় বিয়ের পরে নার্সিং ট্রেনিং নিয়ে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নার্সের কাজে যোগ দেয়। এর পরেই প্রায় একমাস হয়েছে রেনুর নাম সরকারি নার্সের চাকরির জন্য প্যানেলে নথিভুক্ত হয়েছে।
সরকারি চাকরি করলে রেণুদেবী তাঁর স্বামী’কে ছেড়ে অন্য কারুর সাথে চলে যাবে এমনই আতঙ্ক আতঙ্কিত হয়ে যান তাঁর স্বামী। অভিযোগ, গত ৪ জুন শনিবার রাতে রেণুর স্বামী ও তার দুই বন্ধু মিলে তার ডান হাত কব্জি থেকে কেটে দেয়। এর পরেই রেনুর বাপের বাড়ির লোকজন তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন গত ৫ জুন। চিকিৎসকরা যদিও তার কাঁটা হাত আর জুড়তে পারেননি। ডান হাত চলে যাওয়ার ধাক্কা সামলে রেণু আপাততঃ বাঁহাত দিয়ে খাতা কলম নিয়ে লেখা শুরু করেছেন।
ইতিমধ্যে এই ঘটনায় পুলিশ রেনুর স্বামী সহ ৫ জনকে গ্রেফতার করেছে।
মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পাশে দাঁড়িয়েছেন। তিনি নার্সের বিকল্প যে কোন সরকারি কাজ, যা রেনু করতে পারবেন, তা দেওয়ার আশ্বাস দিয়েছেন। তার কৃত্রিম বা আর্টিফিশিয়াল হাত সহ যাবতীয় চিকিৎসা স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে হয়, তারও ব্যবস্থা মুখ্যমন্ত্রী করেছেন।