ASANSOL

আসানসোল ইসমাইলের ইন্দ্রপ্রস্থ এলাকায় লাগাতার চুরির জেরে আতঙ্কিত এলাকার মানুষ

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায় : আসানসোল ইসমাইলের ইন্দ্রপ্রস্থ এলাকায় লাগাতার চুরির জেরে আতঙ্কিত এলাকার মানুষ। বেশ চিন্তায় পড়ে গিয়েছেন তারা। হীরাপুর থানার অধীন ইসমাইলের ইন্দ্রপ্রস্থ এলাকায় লাগাতার চুরির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। এলাকায় বিক্ষিপ্তভাবে চোরেরা সক্রিয় রয়েছে যারা ঘরে ঢুকে মোবাইল ও অন্যান্য জিনিসপত্র চুরি করছে বলে অভিযোগ। পুলিশের কাছে অভিযোগ করতে গেলে পুলিশ চুরির বদলে হারিয়ে যাওয়ার অভিযোগ নথিভুক্ত করছে, বিষয়টির তদন্তও সঠিকভাবে করা হচ্ছে না বলে অভিযোগ।

গতকাল রাতেই সেলের আইএসপি কর্মী উপেন্দ্র সাও-এর বাড়ি থেকে দুই মোবাইল চোর চুরি করে নিয়ে যায়। স্থানীয় বাচ্চু রজক, অভিষেক সাউ, সন্তোষ মজুমদার, পুতুল বর্মন সূর্য মন্ডল ,প্রতিভা দাস, নরেশ শর্মা, গণেশ সিং , বাদল সূত্রধর এদের বাড়ি থেকে মোবাইল ল্যাপটপ ইত্যাদি সামগ্রী চুরি হয়েছে বলে অভিযোগ। ক্রমাগত চুরির কারণে মানুষ আতঙ্কিত ওa বিচলিত, তারা নিরাপত্তা ব্যবস্থা করার জন্য পুলিশের কাছে দাবি জানান। এলাকায় টহলদারি এবং যত তাড়াতাড়ি সম্ভব এসব চোরদের গ্রেফতার করা যায় সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার আর্জি জানাচ্ছেন।

Leave a Reply