রানিগঞ্জে বেআইনী নির্মাণের অভিযোগ, মেয়রের নির্দেশে করা হলো এফআইআর
দুটি ওয়ার্ড পরিদর্শনে মেয়র পারিষদ ও এ্যাসিসটেন্ট ইঞ্জিনিয়ার
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোল পুরনিগমের রানিগঞ্জ পুর এলাকার একাধিক ওয়ার্ডে পুকুর ভরাট করে বেআইনী নির্মাণের অভিযোগ উঠছে।
সেই রকমভাবেই রানিগঞ্জের ৯২ নং ওয়ার্ডের চুড়িপট্টি এলাকায় সাহেববাঁধ পুকুরের একাংশ ভরাট করে বেআইনী নির্মাণের অভিযোগ উঠেছিলো জনৈক সৌকত আলি খানের বিরুদ্ধে। সোমবার যা নিয়ে শোরগোল পড়ে পুরনিগম ও শাসক দলের অন্দরে। সোমবার বিকেলেই মেয়র বিধান উপাধ্যায় জানিয়েছিলেন, কোথাও কোন বেআইনি নির্মাণ ও পুকুর ভরাট করা চলবে না। মঙ্গলবারই পুর ইঞ্জিনিয়ার পাঠানো হবে রানিগঞ্জের ঐ এলাকায়। রিপোর্ট নিয়ে আইনী পদক্ষেপ নেওয়া হবে।
সেই মতো মঙ্গলবার সকালে রানিগঞ্জের ৯২ ওয়ার্ডের চুড়িপট্টি এলাকা পরিদর্শনে যান আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ রানিগঞ্জ বোরো অফিসের দায়িত্বে থাকা দিব্যেন্দু ভগৎ। সঙ্গে ছিলেন রানিগঞ্জ বোরো অফিসের সদ্য দায়িত্ব নেওয়া এ্যাসিসটেন্ট ইঞ্জিনিয়ার কৌশিক মুখোপাধ্যায়।
প্রসঙ্গতঃ, গত শনিবারই আসানসোল পুরনিগমের মুল ভবন সহ বিভিন্ন বোরো অফিসের ২৪ জন ইঞ্জিনিয়ারকে একসঙ্গে বদলি করা হয়েছিলো। তারমধ্যে ছিলেন রানিগঞ্জ বোরো অফিসের এ্যাসিসটেন্ট ইঞ্জিনিয়ার ইন্দ্রজিৎ কোনার।
উল্লেখ্য, পুরনিগমের বিজেপি কাউন্সিলরদের দলনেত্রী চৈতালি তেওয়ারি সোমবারই অভিযোগ করে বলেছিলেন, রানিগঞ্জ সহ গোটা পুর এলাকায় বেআইনী নির্মাণের পেছনে মদত রয়েছে শাসক দল তৃনমুল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব ও একাংশ পুর ইঞ্জিনিয়ারদের।
এদিন মেয়র পারিষদ ও পুর ইঞ্জিনিয়ার ৯২ ওয়ার্ডের পাশাপাশি রানিগঞ্জের ৯৩ নং ওয়ার্ডের চুনাপট্টি এলাকা ঘুরে দেখেন। এই এলাকাতেও অবৈধ নির্মাণের অভিযোগ উঠেছে।
পরিদর্শনের পরে মেয়র পারিষদ বলেন, একা পুরনিগমের পক্ষে বেআইনি নির্মাণ আটকানো সম্ভব নয়। এলাকার বাসিন্দাদেরও সচেতন হতে হবে। তাদেরকে সজাগ থাকতে হবে। কোথাও কোন কিছু দেখলেই, তারা আমাদের জানান। তারপর আমরা যা করার করবো। তিনি আরো বলেন, পুকুর ভরাট বা বেআইনি নির্মাণ করা মোটেই ভালো কাজ নয়। রানিগঞ্জের সব ওয়ার্ড পরিদর্শন করার জন্য মেয়র নির্দেশ দিয়েছেন। তাকে বিস্তারিত জানানো হবে।
অন্যদিকে, এ্যাসিসটেন্ট ইঞ্জিনিয়ার কৌশিক মুখোপাধ্যায় বলেন, আমি আজই দায়িত্ব নিয়েছি। ৯২ নং ওয়ার্ডের চুড়িপট্টির ঘটনায় মেয়রের নির্দেশ মতো পুরনিগমের তরফে এদিন রানিগঞ্জ থানায় একটি এফআইআর করা হয়েছে। পুলিশকে দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে। এদিন ৯৩ ওয়ার্ডও পরিদর্শন করা হয়েছে। আগামী দিনে অন্যসব এলাকা ঘুরে দেখা হবে যে, কোথাও কোন বেআইনি নির্মাণ হচ্ছে কিনা।
পুলিশ জানায়, পুরনিগমের তরফে এফআইআর করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
সোমবারের মতো মঙ্গলবারও ৯২ নং ওয়ার্ডের ঐ বেআইনি নির্মাণ করা জমি মালিকের সঙ্গে যোগাযোগ করা যায় নি। পাওয়া যায় নি তার কোন প্রতিক্রিয়াও।