ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

নিমিষে উধাও হয়ে যাওয়া স্কুটি মাত্র কয়েক ঘন্টার মধ্যে উদ্ধার, গ্রেপ্তার এক

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-রাস্তায় চলাকালীন স্কুটিতে তেল শেষ।অসহায় মহিলা কে সহযোগিতা করার নাম করে রাস্তা থেকে তার স্কুটি নিয়ে নিমিষের মধ্যে চম্পট দিলো সুধার্শন পাসি নামক এক ব্যাক্তি।কয়েক ঘন্টার মধ্যে স্কুটি সহ ওই ব্যাক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায় ওই ব্যাক্তি বোকারো গুমিয়ার বাসিন্দা।রূপনারায়ানপুরে আত্মীয়ে র বাড়ি এসেছেন।


জানা যায় যে দেশবন্ধু পার্ক এলাকা ওই মহিলার স্কুটির তেল শেষ হয়ে যায় তখনই সুধার্শন পাসি এসে তাকে বলেন দেন আমি আপনার সহযোগিতা করে দিচ্ছে।তখন মহিলার হাত থেকে স্কুটি নিয়ে ঢাকা দিয়ে তেল ভরাবার দিকে রওনা দেয় তারা।মহিলা টি তার স্কুটির পিছনে ছিলো কিন্তু সুধার্শন পাসি জোর গতিতে ঢাকা দিয়ে মহিলার থেকে অনেক আগে চলে আসে এবং একটি দোকানে সামান্য তেল ভরিয়ে স্কুটিটি নিয়ে চম্পট দেয়।পিছনে থাকা মহিলা তাকে আর দেখতে পায়না।তিনি খবর দেয় রূপনারায়ানপুর পুলিশ ফাঁড়ি তে।

সুধার্শন পাসি স্কুটি নিয়ে পালাবার পথে সামডি রোডে পূনরায় স্কুটির তেল শেষ হয়ে যায়।সামনে একটি গ্যারেজে স্কুটি দাঁড় করিয়ে গাড়ির তেলের সন্ধান করতে থাকে ওই ব্যাক্তি।সাধারণ মানুষের তাকে দেখে সন্দেহ জাগে।সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় রূপনারায়ান পুর ফাঁড়িতে।পুলিশ এসে স্কুটি উদ্ধার করে ও সুধার্শন পাসিকে গ্রেপ্তার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *