আসানসোলে সাইবার অপরাধীদের নতুন ফাঁদ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার নাম করে ফোন
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : আসানসোলে সাইবার অপরাধীরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নামে নতুন কৌশল গ্রহণ করছে, শিল্পাঞ্চলে সাইবার অপরাধীরা মানুষকে ঠকানোর নতুন কৌশল গ্রহণ করেছে। সম্প্রতি, ঝাড়খণ্ডের জামতারা জেলায়, পুলিশ এমনই অনেক সাইবার দুষ্কৃতীদের গ্রেপ্তার করেছে। শিল্পাঞ্চলের বিভিন্ন শিল্পপতি ও ব্যবসায়ীদের বিদ্যুৎ বকেয়ার বার্তা দিচ্ছে সাইবার অপরাধীরা। একইসঙ্গে ওই সমস্ত ব্যক্তিরা বিদ্যুৎ বিভাগের সঙ্গে যোগাযোগ করলে তথ্য পাওয়া যাচ্ছে, সেখানে এ ধরনের কেউ কাজ করে না।




কয়েকদিন আগে এমনই ঘটনা ঘটেছিল সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি পবন গুটগুটিয়ার সঙ্গে। তাকে একটি মেসেজও পাঠানো হয়। যাতে লেখা ছিল যে তার বিদ্যুৎ বিল বকেয়া আছে, যত তাড়াতাড়ি সম্ভব প্রদত্ত নম্বরে যোগাযোগ করুন। অন্যথায় রাতে তাদের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাবে। যদিও তার কোনো বকেয়া বিল ছিল না। এরপর তিনি তার কর্মীকে বিদ্যুৎ বিভাগের অফিসে পাঠিয়ে নিজেই আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু ওই ব্যক্তির সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। পরে তিনি প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকদের বিষয়টি জানান।
কয়েক মাস আগে প্রখ্যাত শিল্পপতি বিজয় শর্মার সঙ্গেও একই ঘটনা ঘটে। তিনিও বিদ্যুৎ বিভাগের কাছে খোঁজ নিয়েও কোনো তথ্য পাননি। বলা হচ্ছে এটি সাইবার ঠগদের মানুষকে ঠকানোর একটি নতুন পদ্ধতি। প্রতিবেশী ঝাড়খণ্ডের জামতারা জেলায় এমন অনেক ঘটনা ঘটেছে। কারমাটার থানা এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় গ্রাম থেকে তিনজনকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে ৬ টি মোবাইল, ১৩টি সিম, ৪টি এটিএম কার্ড, ২টি বাইক, পাসবুক ইত্যাদি সামগ্রী বাজেয়াপ্ত করা হয়। ওই সমস্ত সাইবার অপরাধী বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ভয় দেখিয়ে মানুষকে প্রতারণা করতো বলে জানা গিয়েছে।