ASANSOL

রোটারি ক্লাব আসানসোল রয়্যাল বেঙ্গলের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : শনিবার আসানসোলে রোটারি ক্লাব আসানসোল রয়্যাল বেঙ্গলের পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়।  আসানসোলের বার্নপুর রোড এলাকায় পুলিশ লাইনের সামনেই শ্রী জগন্নাথ হেলথ কেয়ার কমপ্লেক্সে চত্বরে আয়োজিত ওই রক্তদান শিবিরে ২৫ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়। অনুষ্ঠানে সোমনাথ বিসওয়াল, স্বপন চৌধুরী, রক্তদান আন্দোলনের পুরোধা প্রবীর ধর, সংগঠনের সভাপতি উজ্জ্বল রায়, ক্লাবের সম্পাদক আনন্দ রানা, সুণীত দাস, গৌতম চৌধুরী আনুষ্ঠানিকভাবে রক্তদান শিবিরের সূচনা করেন। এছাড়াও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ সায়ক চ্যাটার্জি, সুপ্রভাত বিসওয়াল, সন্দীপ রায়, সৌম্য চৌধুরী, গৌরব রায়, ঋত্বিক ঘটক, কল্যাণ সেন, প্রণব চ্যাটার্জী, প্রণয় চ্যাটার্জী, সমীক পাল, সৌম্য গড়াই, সুরদীপ গাঙ্গুলী, সৌরভ মন্ডল, অর্ণব ঘোষ, অর্ঘ্য গড়াই প্রমুখ।

সংগঠনের সভাপতি উজ্জ্বল রায় জানান, তাঁর সংস্থার পক্ষ থেকে প্রথমবারের মতো রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে।এরই সঙ্গে তিনি বলেন, তাঁর সংগঠন সারা বছরই এ ধরনের সামাজিক কাজ করে থাকে। শুক্রবার ছিল “ডক্টরস ডে”, তাই তিনি ভেবেছিলেন যে পরের দিন রক্তদান শিবিরের উপযুক্ত সময়, কারণ আসানসোলে প্রচুর মানুষ রক্তের সংকটে ভুগছেন। তাই রক্তদান শিবিরের চেয়ে ভাল কিছু হতে পারে না। শিল্পাঞ্চলবাসীকে তিনি রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান।এর চেয়ে বড় দান আর কিছু নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *