আসানসোল চ্যালেঞ্জ কাপ জয়ী হলো দুর্গাপুর
বেঙ্গল মিরর, মনোজ শর্মা , বারাবনি : আজ দোমোহানি তেলেজোড়া ফুটবল মাঠে 42 তম আসানসোল চ্যালেঞ্জ কাপ ফাইনাল হয়ে গেল এই ফাইনালে মুখোমুখি হয়েছিল দুর্গাপুর এস বি এস টি ভার্সেস সেল আইএসপি বানপুর খেলা দুই গোলে জয়ী হলো দুর্গাপুর এস বি এস টি সি তাদের হাতে ট্রফি তুলে দিলেন আসানসোলের মহা নাগরিক বিধান উপাধ্যায় সঙ্গে ছিলেন আসানসোল মিউনিসিপালিটির চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় ট্রফির সঙ্গে তাদের হাতে যারা জয়ী হলেন তাদের হাতে ১৫০০০ টাকা আর যারা খেলায় পরাজিত হয়েছেন তাদের হাতে ১০০০০ টাকা তুলে দিলেন
উপস্থিত ছিলেন রুদ্রাক্ষ মুখার্জি পশ্চিম বর্ধমান জেলা পরিষদের বনক ভূমির কর্মাধ্যক্ষ পূজামার্ডি
পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সদস্য অসিত সিং বারাবনি থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনোরঞ্জন মন্ডল বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতিমালা বাউরী সহ-সভাপতি সুকুমার সাধুবারাবনি পঞ্চায়েত সমিতির শিক্ষাও খেলার কর্মাধ্যক্ষ প্রদীপ মিশ্র