ASANSOL

রোটারি ক্লাব আসানসোল গ্রেটারের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : শনিবার আসানসোলে রোটারি ক্লাব আসানসোল গ্রেটারের পক্ষ থেকে আসানসোলের ধাদকা ডিপোপাড়া অঞ্চলে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ওই রক্তদান শিবিরে ৪০ ইউনিট রক্ত ​​সংগ্রহ করা হয়। আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, রক্তদান আন্দোলনের পুরোধা প্রবীর ধর, রোটারি আসানসোলের গ্রেটার সভাপতি তাপস ঘোষ, সেক্রেটারি সুজাতা মুখার্জি, পিডিজি স্বপন চৌধুরী, কাউন্সিলর রীনা মুখার্জী, রোটারিয়ান অমিতাভ মুখার্জি, রোটারিয়ান দীপক রুদ্র, রোটারিয়ান শচীন রায়, রোটারিয়ান ডাঃ সত্রাজিৎ রায়, রোটারিয়ান ডাঃ দিলীপ দাস বিশ্বাস, বারাবানী ব্লকের জয়েন্ট বিডিও শিবানী দাস, প্রাক্তন এয়ারফোর্স কর্মী প্রবাল ঘোষ, আসানসোল ভিশনারি সোসাইটির সম্পাদক মৌসুমী ঘোষ অনুষ্ঠানে উপস্থিত থেকে ওই রক্তদান শিবিরের সূচনা করেন। রক্তদান শিবিরে এলাকার বহু স্থানীয় মানুষ উপস্থিত ছিলেন।

সংগঠনের সভাপতি তাপস ঘোষ জানান, “তাঁর সংগঠন সারা বছরই এ ধরনের সামাজিক কাজ করার সঙ্গে সঙ্গে এরকম রক্তদান শিবিরের আয়োজন করে থাকে। আসানসোলে প্রচুর মানুষ রক্তের সংকটে ভুগছেন। তাই রক্তদান শিবিরের চেয়ে ভাল কিছু হতে পারে না। শিল্পাঞ্চলবাসীকে তিনি রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান। কারণ এর চেয়ে বড় দান আর কিছু নেই।”ওই রক্তদান শিবিরকে উপলক্ষে করে রক্তদাতাদের মধ্যে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায়।

Leave a Reply