চিত্তরঞ্জন রেল শহরে গাছে বিশাল অজগর
বেঙ্গল মিরর, কাজল মিত্র :– চিত্তরঞ্জন রেল শহরে কারখানার প্রবেশ এর মুখে রাস্তার পাশের একটি গাছে বিশাল অজগর দেখা যায়। মঙ্গলবার সকাল আটটার দিকে চিত্তরঞ্জন রেল কারখানার লোকজন, শত শত শ্রমিক কাজ শেষে গেটের বাম দিক থেকে বেরিয়ে যাওয়ার সময় গাছের ডালে একটি সাপ দেখতে পায় ।তা দেখে সকলে ভয়ভীতি হয়ে ওঠে ।
স্থানীয়রা জানায় এত বড় সাপ আগে কখনো গাছে ঘোরাঘুরি করতে বা বসে থাকতে দেখেনি। এমন ঘটনা দেখে সকলে মোবাইল বের করে সাপের ছবি তুলতে থাকেন। এত বড় সাইজের একটা অজগরকে এই প্রথম একটা লম্বা গাছে ঘুরে বেড়াতে দেখা গেল।
বিষয়টি জানাজানি হতেই চিত্তরঞ্জন স্নেক সেভার্স টিমের সদস্যরা সেখানে পৌঁছান। ঘটনার পরেই চিত্তরঞ্জন থানার পুলিশ এবং আরপিএফও পৌঁছেছে। সাপটিকে ধরে যথাস্থানে নিয়ে যাওয়ার জন্য বন বিভাগের কর্মকর্তাকে ডেকে আনা হয়। বন দফতরের কর্মীরা সাপটিকে খুঁজে পেয়ে বন দফতরের অফিসে নিয়ে যান।বন দফতরের আধিকারিক রা জানাই এটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।