ASANSOLASANSOL-BURNPURKULTI-BARAKAR

আসানসোল কর্পোরেশনের কমিশনার বদলি

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : আসানসোল কর্পোরেশনের কমিশনার বদলি হলেন। অতিরিক্ত জেলাশাসক তথা আসানসোল কর্পোরেশনের কমিশনার খুরশিদ আলী কাদরীকে বদলি করা হল । দার্জিলিংয়ের অতিরিক্ত জেলাশাসক হিসাবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। আসানসোল কর্পোরেশনের নতুন কমিশনারকে রাজ্য সরকার শীঘ্রই নিয়োগ করবে। খুরশীদ আলী কাদরীর জায়গায় হুমায়ুন বিশ্বাসকে এডিএম করা হয়েছে। লক্ষণীয় যে, ২০১৩ ব্যাচের আইএএস অফিসার খুরশিদ আলী কাদরি প্রায় তিন বছর আগে পশ্চিম বর্ধমান জেলায় এসেছিলেন। তিনি কর্পোরেশনের কমিশনার হিসাবে অনেক ভাল কাজ করেছেন। তাঁর আমলে কুলটি জল প্রকল্প, স্মার্ট লাইটিং সিস্টেমের মতো অসাধারণ কাজ হয়েছিল।

Leave a Reply