ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

দমোহানি হাটতলায় বিস্ফোরক কারবারির বাড়ি ও অফিসে তল্লাশি চালাচ্ছে এসটিএফ

বেঙ্গল মিরর, মনোজ শর্মা, বারাবনিঃ বুধবার দুপুর বারোটা থেকে বারাবনি থানার অন্তর্গত দমোহানি হাট তলায় এক ব্যবসায়ীর বাড়িতে ও তার অফিসে তল্লাশি চালাচ্ছে এসটিএফ। বিস্ফোরক কারবারির বাড়ি ও অফিসে এসটিএফের 10 থেকে 12 জনের প্রতিনিধ দল হানা দেয়। এখন অবদি তদন্ত চলছে। কিছুক্ষণ আগে এস টি এফ এর অ্যাডিশনাল এসপি এই গন্তব্য স্থানে এসে পৌঁছান। কতক্ষণ এই রেড চলবে বা কি উদ্ধার হলো তা কেও জানাননি।

read also : রাজ্যে ১৫ আইপিএস রদবদল, ২ সিপি , ডিরেক্টর সিকিউরিটিও

আসানসোলে প্রকাশ্য দিবালোকে বন্দুক উঁচিয়ে যুবকের দাপাদাপি জমি দখলে তিন রাউন্ড গুলি চালানোর অভিযোগ, চাঞ্চল্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *