পাণ্ডবেশ্বরের বাজারি গ্রাম পুনর্বাসনের জন্য ভূমিপূজা ও শিলান্যাস
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : পাণ্ডবেশ্বরের বাজারি গ্রাম পুনর্বাসনের জন্য শুরু হলো ভূমিপূজার পাশাপশি শিলান্যাস। পান্ডবেশ্বর বিধানসভার বাজারি গ্রাম, খোলামুখ খনির সম্প্রসারণের কারণে গ্রামটির পুনর্বাসন হবে নতুন জায়গায়।সেই পুনর্বাসন ক্ষেত্রটি ভূমিপূজার এবং শিলান্যাসের মধ্য দিয়ে শুরু হল শুভারম্ভ।এ অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসিএল (ডিটি) জয়প্রকাশ গুপ্তা , ইসিএলের শোনপুর বাজারি এরিয়ার জেনারেল ম্যানেজার আনন্দ মোহন ,পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বাউরি সহ বিশিষ্টজনেরা।




ওই শুভ অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে শিলান্যাস করেন বিশিষ্টজনেরা। এদিনের এই শুভ অনুষ্ঠানে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান , বাজারি গ্রাম পুনর্বাসন হলে অত্যাধুনিক সুবিধাসম্পন্ন নতুন বাজারি গ্রাম গড়ে উঠবে । পাশাপাশি ইসিএল এবং গ্রামবাসীদের পূর্ণ সহযোগিতায় নতুন গ্রামটি সুন্দরভাবে পরিপূর্ন রূপ নেবে এবং বিধায়ক ইসিএল কর্তৃপক্ষের কাছে অনুরোধ করে বলেন যে গ্রামবাসীদের জমির বিনিময়ে চাকরির সরলীকরণ এবং পুনর্বাসন ক্ষেত্রে যথেষ্ট তৎপরতার প্রয়োজন রয়েছে। এদিকে ইসিএল( ডিটি) জয়প্রকাশ গুপ্তা বলেন,ইসিএল এবং গ্রামবাসীদের পূর্ণ সহযোগিতায় এই পুনর্বাসন ক্ষেত্রটি গড়ে উঠবে।এই পুনর্বাসন প্রকল্পে ইসিএল সবরকমভাবে সাহায্য করবে গ্রামবাসীদের ।