আসানসোল উত্তর থানার উদ্যোগে ২৫০ জনকে রেশন সামগ্রী, বাল্য বিবাহ ও সাইবার ক্রাইম নিয়ে সচেতনতার প্রচার
বেঙ্গল মিরর,রাজা বন্দোপাধ্যায়/ সৌরদীপ্ত সেনগুপ্ত আসানসোল: আসানসোল উত্তর থানার উদ্যোগে ও নেশলে ইন্ডিয়া এবং জেসিআইয়ের সহযোগিতায় এলাকার দুঃস্থ মানুষদের হাতে শুকনো রেশন সামগ্রী তুলে দেওয়া হয়। এই উপলক্ষে আসানসোলের কন্যাপুরের শ্রমিক মঙ্গল ভবনে রবিবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দূর্গাপুর পুলিশের ডিসিপি( সেন্ট্রাল) কুলদীপ সোনেয়াল, এসিপি (সেন্ট্রাল ১) দেবরাজ দাস, সিআই স্নেহময় চক্রবর্তী, আসানসোল উত্তর থানার ওসি তন্ময় রায়, আসানসোল উত্তর থানার আওতাভুক্ত ফাঁড়ির ইনচার্জ সহ অন্য পুলিশ কর্মী এবং নেশলে ইন্ডিয়া ও জেসিআইয়ের সদস্যরা।
অনুষ্ঠানে ২৫০ জন দুঃস্থ মানুষদের হাতে রেশন সামগ্রী তুলে দেওয়া হয়।
এদিন একইসঙ্গে পুলিশের তরফে সাইবার ক্রাইম ও বাল্য বিবাহ নিয়ে সচেতনতার প্রচার করা হয়।
এই প্রসঙ্গে ডিসিপি (সেন্ট্রাল) বলেন, সাইবার ক্রাইম কমাতে আমরা বদ্ধপরিকর। কেউ কোন রকমের ফাঁদে পা দেবেন না। কোন সমস্যা হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। এছাড়া ১৮ বছরের কম কাউকে বিয়ে দেবেন। এটা করা শুধু আইনের দিন অপরাধ নয়, এটা একটা সামাজিক অপরাধও। নেশলে ইন্ডিয়া ও জেসিআইয়ের তরফে বলা হয়েছে আসানসোল উত্তর থানার পাশাপাশি মোট চারটি থানা এলাকায় ২৫০ জন করে মোট ১ হাজার জনকে রেশন সামগ্রী তুলে দেওয়া হবে।