KULTI-BARAKAR

শহীদ দিবস উপলক্ষে লছিপুর গেট থেকে নিয়ামতপুর নিউরোড পর্যন্ত তৃণমূলের মহামিছিল

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-21 শে জুলাই শহীদ দিবসকে সফল করার লক্ষ্যে কুলটির লছিপুর গেট থেকে নিয়ামতপুর নিউরোড পর্যন্ত মহামিছিল করলো তৃণমূল।রবিবার কুলটি ব্লক তৃণমূলের উদ্যোগে এই মহামিছিল করা হয়েছে।এই মহামিছিলে এক হাজার তৃণমূলের কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন

।এদিনের মহামিছিলে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি, কুলটি ব্লক তৃণমূলের সভাপতি বিমান আর্চায্য, কুলটি ব্লক যুব তৃণমূলের সভাপতি শুভাশিস মুখার্জি, আসানসোল পৌরনিগমের 59 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলার জাকির হোসেন, আসানসোল পৌরনিগমের 102 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার সরোজ কর্মকার সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন।এদিনের মহামিছিলের মাধ্যমে 21 শে জুলাই শহীদ দিবসকে সফল করার ডাক দেওয়া হয়েছে।

Leave a Reply