ASANSOL

আসানসোলের কয়লা কারবারি জয়দেব মণ্ডলের ভাতৃবধূ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বাবা ও ছেলে গ্রেফতার

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ ( Asansol Live News Today ) কয়লা পাচার মামলায় অন্যতম অভিযুক্ত কয়লা কারবারি আসানসোলের জয়দেব মণ্ডলের ভাতৃবধূ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ছোটভাই বুদ্ধদেব মণ্ডল ও ভাইপো প্রদীপ মণ্ডলকে রবিবার রাতে গ্রেফতার করলো আসানসোল উত্তর থানার পুলিশ। আসানসোল উত্তর থানার পুলিশ ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, ঐ আগ্নেয়াস্ত্রটি লাইসেন্সপ্রাপ্ত। পুলিশের অনুমান, এই আগ্নেয়াস্ত্র দিয়েই জয়দেব মন্ডলের ভাতৃবধূ চৈতালি মণ্ডলকে গুলি করা হয়েছিল। সোমবার জয়দেবের ছোট ভাই বুদ্ধদেব মণ্ডল ও তার ছেলে প্রদীপ মণ্ডলকে আসানসোল আদালতে তোলা হয়।

file photo


আদালত সূত্রে জানা গেছে, পুলিশ তাদের হেফাজতে চায়নি। উল্লেখ্য শনিবার বিকেলে আসানসোল উত্তর থানার স্যানরেল এলাকায় কন্যাপুর ফাঁড়ির সামনেই বাড়ির মধ্যেই গুলিবিদ্ধ হয়েছিলেন জয়দেব মণ্ডলের মেজোভাই সুখময় মণ্ডলের স্ত্রী চৈতালি মন্ডল। পুলিশ তদন্ত নেমে এই ঘটনায় একটি সুয়োমোটো বা স্বতঃপ্রণোদিত মামলা করে তদন্ত নেমে। জয়দেবের ছোট ভাই বুদ্ধদেব মন্ডল ও ছেলে প্রদীপ মন্ডলকে রবিবার রাতে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গেছে, বাবা বুদ্ধদেব ও ছেলে প্রদীপের মধ্যে পারিবারিক বিবাদ চলছিল। সেই সময় গুলি চলে। গুলির মাঝে পড়ে যান চৈতালি মন্ডল। তার কোমরে ও পায়ে গুলি লাগে। তাকে গুলিবিদ্ধ প্রথমে আসানসোলে বেসরকারি হাসপাতাল নিয়ে আসা হয়। তারপরে তাকে সেখান থেকে অন্য বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

এই ঘটনার তদন্তে নেমে পুলিশের নজরে আসে অভিযুক্ত প্রদীপ মণ্ডলের সোশাল মিডিয়া ইনস্টাগ্রামের একটি ভিডিও। যেখানে দেখা যায় একটি আগ্নেয়াস্ত হাতে নিয়ে প্রদীপ ভিডিওটি পোস্ট করেছে। তারপরেই পুলিশের টনক নড়ে। পুলিশ খোঁজ শুরু করে সেই আগ্নেয়াস্ত্রটির।এরপরই অভিযুক্ত বাবা ও ছেলেকে রবিবার রাতে গ্রেফতার করা হয়। সোমবার তাদেরকে আদালতে তোলা হয়।ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩২৩,৩২৫,৩২৬,৩০৭,২০১,১২০ /বি এবং অস্ত্র আইনের ২৫ ও ২৭ নম্বর ধারায় মামলা করা হয়েছে। সব ধারাগুলি জামিন অযোগ্য বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *