দুর্গাপুজোর মণ্ডপগুলিতে প্লাস্টিক ও থার্মোকল জাতীয় সামগ্রী ব্যবহার না হয় : দিব্যেন্দু ভগৎ
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : দুর্গাপুজোর এখনো প্রায় তিন মাস দেরি, তার আগেই প্লাস্টিক ব্যবহার নিয়ে ও থার্মোকলের ব্যবহার যাতে পুজো মণ্ডপ গুলি এড়িয়ে যায় সে বিষয়কে নজরে রেখে এবার আসানসোল কর্পোরেশনের রানীগঞ্জ বোরো দপ্তরে রানীগঞ্জ শহর এলাকার ৩৫টি পুজো কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করলেন মেয়র পরিষদের, স্বাস্থ্য দপ্তরের সদ্য দায়িত্বপ্রাপ্ত মেয়র পরিষদ দিব্যেন্দু ভগৎ।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/05/img-20240520-wa01481045365085360283686-500x428.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/fb_img_17339279922403722767543487143310-476x500.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2022/07/Screenshot_20220727_195637-e1658932290344-500x256.jpg)
তিনি এদিন সকল পূজা কমিটির সদস্যদের জানিয়ে দেন দু’বছর পর করোনা কাল কোনক্রমে অতিক্রম করে এবার দুর্গা পুজোর আয়োজন করা হবে, তবে সে পুজোতে যেন প্লাস্টিক জাতীয় ও থার্মোকল জাতীয় সামগ্রী ব্যবহার না হয়, তার জন্য সকলকে সজাগ থাকতে হবে। এছাড়াও আশেপাশের এলাকার দোকানপাট ও যেন প্লাস্টিক ব্যবহার থেকে বিরত থাকে তার জন্য নজর রাখতে হবে সকলকে। তার দাবি প্লাস্টিক মুক্ত দূষণমুক্ত রানীগঞ্জ গড়ে তুলতে সকলকেই উদ্যোগ নিতে হবে। এদিনের এই বৈঠকে দিব্যেন্দু ভগত ছাড়াও বিশেষভাবে উপস্থিত থাকতে দেখা যায় রানীগঞ্জ বোরো টু এর বাস্তুকার কৌশিক সেনগুপ্তকে।