পার্থ চ্যাটার্জির কুশপুত্তলিকা কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ সিপিএমের
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ: বৃহস্পতিবার বিকেলে সিপিএমের রানীগঞ্জ এরিয়া কমিটির পক্ষ থেকে
রাজ্য জুড়ে তৃণমূলের লাগামহীন দুর্নীতি চালাচ্ছে এই দাবি তুলে সরব হল সিপিআইএমের এরিয়া কমিটির সদস্যরা। তারা এদিন বিক্ষোভ মিছিল করে পথসভা সংঘটিত করে। এদিন কোলকুলি পাড়া থেকে সিয়ারসোল রাজবাড়ি মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল সহযোগে তৃণমূলের অভিযুক্ত নেতা পার্থ চ্যাটার্জির কুশপুত্তলিকা সঙ্গে করে এনে মিছিল শেষে কুশপুত্তলিকা দাহ করে।
মিছিলের শ্লোগান ওঠে মা মাটি মানুষ আর সততা, আসলে কি তা জেনে গেছে জনতা,শিক্ষক নিয়োগের দুর্নীতিতে যুক্ত অভিযুক্তদের আড়াল করা চলবে না এই স্লোগান তুলে সোচ্চার হয় তারা। এই কর্মসূচিতে দুটি পৃথক স্থানে পথসভায় বক্তব্য রাখেন সিপিআইএম নেতা সুপ্রিয় রায় ও সঞ্জয় প্রামাণিক। তাদের দাবি ৫০১ দিন অবস্থানরত যোগ্য প্রার্থীদের অবিলম্বে চাকরিতে বহাল করতে হবে, পাশাপাশি দুর্নীতির মূল যারা রয়েছে তাদের গ্রেফতার করতে হবে। এদিনের এই বিক্ষোভ মিছিলে বিশেষভাবে উপস্থিত থাকতে দেখা যায় সিটু নেতা মলয় কান্তি মন্ডল, মৈনাক মন্ডল, কৃষ্ণ দাশগুপ্ত, ফাল্গুনী চ্যাটার্জি প্রমুখকে।