ASANSOL

Tea Advisory Council চেয়ারম্যান হলেন মন্ত্রী মলয় ঘটক

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের নিয়ন্ত্রণে টি অ্যাডভাইজারী কাউন্সিল( Tea Advisory Council) পুনর্গঠনের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজ্যের আইন ও পিডব্লিউডি মন্ত্রী মলয় ঘটককে চেয়ারম্যান করা হয়েছে। তাকে এই দায়িত্ব দেওয়ায় সমর্থকদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। মন্ত্রী নিজেই তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।

এদিকে বিধায়ক কৃষ্ণ কুমার কল্যাণীকে ভাইস চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। অরূপ বিশ্বাস, (ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী) চন্দ্রিমা ভট্টাচার্য, (মন্ত্রী, অর্থ বিভাগ, এইচ এবং এফ ডব্লিউ বিভাগ, এল এবং এলআর এবং আর আর এবং আর বিভাগ, পরিকল্পনা ও পরিসংখ্যান বিভাগ), বুলু চিক বারাক , (মন্ত্রী (আই সি), বি সি ডব্লিউ ডি এবং টি ডি বিভাগ), শান্তাছেত্রী (এমপি, রাজ্যসভা), ঋতব্রত ব্যানার্জি, (প্রাক্তন সাংসদ, রাজ্যসভা), সৌরভ চক্রবর্তী(প্রাক্তন বিধায়ক), অতিরিক্ত মুখ্য সচিব/প্রধান সচিব (শ্রম বিভাগ), অতিরিক্ত মুখ্য সচিব/প্রধান সচিব ( এল এবং এল আর এবং আর আর এবং আর বিভাগ), অতিরিক্ত মুখ্য সচিব/প্রধান সচিব (আই সি এবং ই বিভাগ) কে সদস্য এবং অতিরিক্ত মুখ্য সচিব/প্রধান সচিব (উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর) সদস্য আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *