তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দুইদিন ব্যাপী ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগিতা উদ্বোধন হল, হিন্দুস্থান কেবলস পুনর্বাসন কমিটির শ্রমিক মঞ্চে । এই প্রতিযোগিতায় জেলা তথা রাজ্যের বিভিন্ন প্রতিযোগী অংশগ্রহণ করেন।শনিবার এর প্রথম দিনের এই খেলায় মোট ৬ টি বিভাগের 130 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।যার মধ্যে আন্ডার 11, আন্ডার 16,আন্ডার 17 ,আন্ডার 20 এবং 20 এর ঊর্ধে ডবল ও 40 এর উর্দ্ধে বয়সের প্রতিযোগি ছিল ।




খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,যুব নেতা মুকুল উপাধ্যায় ,সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিজয় সিং (ভোলা),হিন্দুস্থান কেবেসলস পুনর্বাসন সমিতির সম্পাদক সুভাষ মহাজন, পুনর্বাসন সমিতির সহসভাপতি সাগর কুন্ডু, হিন্দুস্থান কেবলস পুনর্বাসন সমিতির স্পোর্টস কমিটি সম্পাদক রোহিত গিরি। সকলে খেলোয়াড় দের সাথে পরিচিতি পর্ব সরেন উপস্থিত অতিথি বৃন্দ । এই খেলায় উপস্থিত বিপুল সংখ্যক দর্শক খেলোয়াড়দের উৎসাহ দেন।
এদিন খেলায় উপস্থিত সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং জানান যে বারাবনির বিধায়ক তথা আসানসোল মেয়র বিধান উপাধ্যায় ও মুকুল উপাধ্যায় মহাশয়ের নির্দেশে সালানপুর ব্লকে ব্লক তৃণমূলের উদ্দোগে ও হিন্দুস্থান কেবলস পুনর্বাসন সমিতির পরিচালনায় এই প্রথম ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে শ্রমিক মঞ্চে।যার সূচনা আজকে হয়েগেল ।
তাছাড়া এখন যেভাবে যুবকরা মোবাইলের প্রতি আকৃষ্ট হয়ে পড়ছে সেই থেকে বের করে আনতেই এই বিশেষ উদ্দ্যোগ।এধরনের খেলা ভবিষ্যতেও করা হবে ।
তিনি এও জানান যে এই অঞ্চলের মানুষের বহু দিনের চাহিদা একটি সুইমিং পুল এর বারাবনির বিধায়কের প্রচেষ্টায় সেই ব্যাবস্থা খুবই শীঘ্রই করা হবে বলে তিনি জানান ।
হিন্দুস্থান কেবলস পুনর্বাসন সমিতির সম্পাদক সুভাষ মহাজন জানান এই অঞ্চলে খেলাধুলাকে আরো ভাল ভাবে সমাজে আনতে এই প্রচেষ্টা ।প্রথম দিনের খেলায় বহু প্রতিযোগী ছাড়াও দর্শকদের উপস্থিতি ছিল দেখার মত ।