আসানসোল উত্তর থানা এবং মহিলা থানার যৌথ উদ্যোগে অভাবী ছাত্রদের মধ্যে ইউপিএসসির অধ্যয়ন সামগ্রী বিতরণ
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীন আসানসোল উত্তর থানা ও মহিলা থানার যৌথ উদ্যোগে আসানসোলের কাল্লা এলাকায় অবস্থিত কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার কাউন্সেলিং সেশনের আয়োজন করা হয়। এই উপলক্ষ্যে এসিপি (সেন্ট্রাল) দেবরাজ দাস, মহিলা থানার অফিসার ইনচার্জ পিয়ালী জানা, আসানসোল (উত্তর) থানার অফিসার ইনচার্জ তন্ময় রায় সহ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সমস্ত উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।
এই উপলক্ষে এসিপি (সেন্ট্রাল) দেবরাজ দাস, (আই.পি.এস) শিক্ষার্থীদের ক্যারিয়ার সম্পর্কিত কিছু খুবই গুরুত্বপূর্ন উপদেশ দেন যা তাদের ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে খুব উপকারী প্রমাণিত হবে। তিনি শিক্ষার্থীদের নিষ্ঠা ও একাগ্রতার সাথে তাদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে বলেন। এছাড়া সিভিল সার্ভিসের জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীদেরও এই পরীক্ষায় সফল হওয়ার জন্য দিশা নির্দেশ দেওয়া হয়। আর সেকারণেই কিছু অধ্যয়ন সামগ্রীও তাদের বিতরণ করা হয়।