ASANSOLRANIGANJ-JAMURIA

কয়লাখনিতে মাঝপথে ডুলি খারাপ হয়ে যাওয়ায় ঘটলো বিপত্তি

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ: রানীগঞ্জের কুনুস্তরিয়া এরিয়া অন্তর্গত অমৃতনগর কোলিয়ারীর তিন নম্বর পিটে, নাইট শিফটে, খনি গহবরে কাজ করতে যাওয়া কুড়িজন খনি কর্মী কয়লাখনি থেকে কাজ করে ফেরার সময় ডুলিতে উঠতে গিয়ে মাঝপথে ডুলি খারাপ হয়ে যাওয়ায় ঘটলো বিপত্তি। এদিন কয়লাখনি শ্রমিকেরা হঠাৎ করেই খনি গহবরের ঘন অন্ধকারের মাঝে আটকে পড়ে, ওই এলাকায় প্রচন্ড গরম থাকায় ও ওই স্থানটিতে বায়ু চলাচলের কোন ব্যবস্থা না থাকায় ব্যাপক দুর্ভোগে পড়তে হয় তাদের। পরে আতঙ্কিত শ্রমিকদের ডুলির নিচে নামিয়ে, হাঁটা পথে উদ্ধার করা হয় 20 জন শ্রমিককে।

খনিতে আটকে থাকা শ্রমিকদের দাবি এর আগেও এ ধরনের ঘটনা ঘটতে দেখা গেছে এই খনিতে, যা নিয়ে তারা বারংবার যান্ত্রিক গোলযোগের ত্রুটি দূর করার দাবী জানালেও কাজের কাজ কিছুই হয়নি। এদিন ওই কুড়িজন শ্রমিক হাঁটা পথে বিস্তীর্ণ পথ পরিক্রম পর প্রায় তিন ঘন্টা খনিতে আটকে থাকার পর খনি গহবর থেকে বেরিয়ে আসতে সম্ভবপর হয়। যদি খনি আধিকারিকেরা এ বিষয়ে কিছুই জানাতে চান নি। শ্রমিক সংগঠনের নেতারা জানিয়েছেন বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কারণে ও যান্ত্রিক ত্রুটির কারণে এ ধরনের ঘটনা ঘটেছে। ডুলিটি ত্রুটিমুক্ত করার প্রক্রিয়া চলছে।

Leave a Reply