পান্ডবেশ্বরের জয়পুরিয়া হাইস্কুলে মিড ডে মিলের সুবিধার্থে ভোজনশালার উদ্বোধন করলেন বিধায়ক
বেঙ্গল মিরর, আসানসোল , সৌরদীপ্ত সেনগুপ্ত:পান্ডবেশ্বর বিধানসভার কেন্দ্রা জয়পুরিয়া হাইস্কুলে ছাত্রছাত্রীদের মিড ডে মিলের সুবিধার্থে নতুন ভোজনশালার শুভ উদ্বোধন হলো। নতুন ভোজনশালার শুভ উদ্বোধন করেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী । উদ্বোধনের পাশাপাশি ছাত্রছাত্রীদের সাথে মিড ডে মিলের খাবার ভাগ করে নিলেন বিধায়ক। এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রা জয়পুরিয়া হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তপন কুমার মণ্ডল,পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বাউরি,পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কিরীটি মুখার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
স্কুল সূত্রে জানা যায়, এই প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকারের সর্বশিক্ষা অভিযানের তহবিল থেকে বাস্তবায়িত হয় । যার আনুমানিক ব্যয় হয়েছে ৫ লক্ষ ৯৩ হাজার টাকা । এই ভোজনশালাতে কমপক্ষে দুশো জন ছাত্রছাত্রী একসাথে বসে ভোজনে অংশগ্রহণ করতে পারবে। অনুষ্ঠানে এসে বিধায়ক জানান ,এই কেন্দ্রা জয়পুরিয়া হাইস্কুলের সাথে তার আত্মিক সম্পর্ক।
এই স্কুলের এই নতুন ভোজনশালাটির উদ্বোধন হওয়ায় ছাত্রছাত্রীরা যথেষ্ট সুযোগ সুবিধা পাবেন।অতীতে ছাত্রছাত্রীদের মিড ডে মিল খাওয়ার সময়ই যথেষ্ট অসুবিধার সম্মুখীন হতে হতো। তাই নতুন ভোজনশালাটি উদ্বোধন হওয়ার ফলে ছাত্রছাত্রীরা যথেষ্ট সুবিধা পাবেন। এরই সঙ্গে এই স্কুলের উন্নয়নে সকল সুবিধার জন্য বিধায়ক তহবিল থেকে সাহায্য করা হবে।