KULTI-BARAKAR

আগ্নেয়অস্ত্র সহ গ্রেফতার চারজন, উদ্ধার তিন রাউন্ড গুলি

বেঙ্গল মিরর, কাজল মিত্র :– আসানসোলের কুলটি থানার অন্তর্গত লছিপুর এলাকা থেকে গত তিন চারদিনের মধ্যে দুইবার আগ্নেয়অস্ত্র সহ গ্রেফতারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ৷ নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ এইবার গ্রেফতার করেছে একসাথে চারজন ব্যক্তিকে ৷ বৃহস্পতিবার রাতে লছিপুর দিশা এলাকার পিছন থেকে দুষ্কৃতীদের গ্রেফতার করা হয় ৷উদ্ধার হয় একটি আগ্নেয়অস্ত্র সহ তিন রাউন্ড গুলি ৷

তবে গত তিন চার দিন আগেও নিয়মতপুর ফাঁড়ির পুলিশ এক জনকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে ৷ বৃহস্পতিবারে চারজনকে গ্রেফতারের ঘটনায় পুলিশের বড়োসড় সাফল্য বলে ধরা হলেও সাধারণের উদ্বেগ বেড়ে চলেছে ৷ নিয়ামতপুর অঞ্চলে বারবার আগ্নেয়াস্ত্র উদ্ধারে ঘটনার তদন্ত শুরু করেছে নিয়মতপুর ফাঁড়ির পুলিশ ৷

Leave a Reply