KULTI-BARAKAR

গাড়ি থেকে রাস্তায় তেল জাতীয় পদার্থ পড়ে বিপত্তি, আহত ২৫ জন

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার সীতারামপুরে বোকা বাবা মন্দির সংলগ্ন রাস্তার উপর তেল জাতীয় পদার্থ পড়ে বিপত্তি ঘটে। বৃহস্পতিবার সকালে হওয়া এই ঘটনায় বেশ কয়েকজন মোটরবাইকের চাকা তেল জাতীয় ঐ পদার্থে জড়িয়ে যায়। তাতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল পড়ে গেলে ২৫ জনের মতো চালক ও আরোহী আহত হয়। বৃহস্পতিবারের এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই খবর পেয়ে ঘটনাস্থলে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ পৌঁচ্ছায়।


এই ঘটনা প্রসঙ্গে এলাকার বাসিন্দারা বলেন, এদিন সকালে একটি গাড়ি এই রাস্তা দিয়ে যাচ্ছিলো সেই যাওয়ার সময় কোন তেল জাতীয় পদার্থ ঐ গাড়ি থেকে রাস্তায় পড়ে যায়। বেশ কিছুস রাস্তা জুড়ে এই তেল জাতীয় পদার্থ পড়ে থাকে। এরপর বুঝতে ও জানতে না পারায় এই রাস্তা দিয়ে যাওয়ার সময় বেশ কয়েকটি মোটরবাইক পিছলে পড়ে যায়। সেই ঘটনায় ২৫ জন আহত হয়েছেন। পরে পুলিশের তরফে রাস্তার উপর মাটি ও ইঁটের গুড়ো ফেলে পরিস্থিতি স্বাভাবিক করা হয় ।

Leave a Reply