ASANSOL-BURNPUR

বন সৃজন প্রকল্পে বার্ণপুরে স্কুল পড়ুয়াদের গাছের চারা বিলি

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ রাজ্য সরকারের বন দপ্তরের সহযোগিতায় আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডা বার্ণপুর উৎসব ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে রাজ্য সরকারের বন সৃজন প্রকল্পে গাছের চারা বিলি করা হয়। বৃহস্পতিবার সকালে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় আসানসোলের বার্ণপুর বাসস্ট্যান্ডে।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী সোমাত্মানন্দজী মহারাজ, রানিগঞ্জের বিধায়ক তথা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় , পশ্চিম বর্ধমান জেলার ডিএফও বুদ্ধদেব মণ্ডল, আসানসোল পুরনিগমের কাউন্সিল তপন বন্দোপাধ্যায় সহ অন্যান্যরা।
এই অনুষ্ঠানে অতিথিরা বার্ণপুরের বেশকিছু স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকার হাতে গাছের চারা তুলে দেন।

Leave a Reply