ASANSOLASANSOL-BURNPUR

তৃণমূল মাধ্যমিক শিক্ষক কমিটির শিবিরে রক্তদান করলেন শিক্ষক এবং শিক্ষিকারা

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক কমিটির পক্ষ থেকে বার্নপুর স্টেশন রোডে তৃণমূল দলীয় কার্যালয়ে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করেন। এই রক্তদান শিবিরে ৩৫ ইউনিট রক্ত ​​সংগ্রহ করে ব্লাড ব্যাঙ্কে জমা করা হয়। তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি অশোক রুদ্র ও মাধ্যমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি রাজীব মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে এই রক্তদান শিবির সম্পন্ন হয়। এই শিবিরে জেলা নেতা শিবদাসন ওরফে দাসু, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র পারিষদ সদস্য গুরুদাস চ্যাটার্জি ও সুব্রত অধিকারী, রানিগঞ্জ টাউন চেয়ারম্যান রূপেশ যাদব, কাউন্সিলর সোনা গুপ্ত, কুলটির কাউন্সিলর মুনমুন সেন এবং প্রবীর ধর, রূপক রায়, সৌম্যদীপ ঘোষ প্রধানত উপস্থিত ছিলেন। প্রথমে প্রধান অতিথি ও বিভিন্ন বিদ্যালয় থেকে আগত প্রধান শিক্ষকদের ফুল ও উত্তরীয় দিয়ে সম্মানিত করা হয় এবং সবাইকে একটি করে ছোট চারাগাছ উপহার হিসেবে দেওয়া হয়।

এই অনুষ্ঠান উপলক্ষে অশোক রুদ্র বলেন, আমরা শিক্ষকদের পক্ষ থেকে প্রতি বছর রক্তদান শিবিরের আয়োজন করে আসছি, এর কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ অনুসরণ করে সামাজিক কাজেও আমরা অবদান রাখছি। আগে এসব হয়নি কিন্তু মমতা দিদি আসার পর পুরো পরিকাঠামোর বদলে গিয়েছে। স্কুল ছাড়াও শিক্ষকরা দলীয় কাজ ও সামাজিক কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন এবং এটি সামাজিক দিক দিয়ে খুব ইতিবাচক পদক্ষেপ।

মেয়র পারিষদের সদস্য গুরুদাস চট্টোপাধ্যায় বলেন, শিক্ষকদের রক্তদান দেখে খুব ভালো লাগছে। তিনি বলেন, এখানে এই শিবিরে ১০ জন শিক্ষকও রক্ত ​​দিয়েছেন, যে উদ্যোগের যত প্রশংসা করা ততটাই কম হবে। শিক্ষকরা সমাজের অবিচ্ছেদ্য অংশ, তাদের দেখে সমাজের মানুষ অনেক কিছু শেখেন, অনুপ্রেরণা নেন। সংগঠনের জেলা সভাপতি রাজীব মুখোপাধ্যায় রক্তদাতাদের ধন্যবাদ জানান এবং তাদের ভবিষ্যত জীবনের মঙ্গল কামনা করেন। সংগঠনের তরফে আসানসোল মহকুমার শতাধিক শিক্ষক এই শিবিরে অংশ নিয়েছিলেন, রাজীব মুখোপাধ্যায়ও তাদের ধন্যবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *